গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ ড. এনসি ত্রিপাঠী বলেন, কৃষকরা যদি এখন অড়হর বা উরদ ডালের চাষ করেন, তাহলে খুব কম খরচে ভাল লাভ পেতে পারেন।
সিমরনজিৎ সিং, শাহজাহানপুর: ছোলা, মুসুর, সরষে এবং গম কাটার পালা চলছে। কয়েক দিনের মধ্যেই জমি ফাঁকা হয়ে যাবে। এরপর ধান রোপণের জন্য এখনও ৮০ থেকে ৯০ দিন সময় সময় রয়েছে। এই সময়টায় কৃষকরা ডাল ফলিয়ে আয় বাড়াতে পারেন। ডাল চাষে খরচ কম। ফলে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইনচার্জ ড. এনসি ত্রিপাঠী বলেন, কৃষকরা যদি এখন অড়হর বা উরদ ডালের চাষ করেন, তাহলে খুব কম খরচে ভাল লাভ পেতে পারেন। তা ছাড়া উরদ চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এর শিকড়ে রাইজোবিয়াম পাওয়া যায়, যা মাটির স্বাস্থ্যের জন্য উপকারী। ৮৫ থেকে ৯০ দিনে উরদ ডাল পাকে।
advertisement
advertisement
বীজ বপনের সময় বিশেষ যত্ন: উরদ ডালের বীজ বপন করার আগে সঠিক আর্দ্রতা বজায় রেখে ভালভাবে ক্ষেত প্রস্তুত করতে হয়। লাঙল দেওয়ার সময় প্রতি হেক্টর জমিতে ১০০ কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং ৪০ কেজি পটাসিয়াম ক্লোরাইড মিশিয়ে দিতে হবে। তারপর ক্ষেত সমতল করে রোপণ করতে হবে বীজ।
advertisement
বীজ রোপণের সময় খেয়াল রাখতে হবে, প্রতিটা লাইনের মধ্যে যেন ৪০ সেমি দূরত্ব থাকে। দুটি গাছের মধ্যে ১৫ সেমি-র ব্যবধান থাকবে। ১ কেজি বীজ শোধন করতে ২.৫ গ্রাম কার্বেনডাজিম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। বীজ শোধন করলে ফসলে রোগবালাই হবে না। ভাল মানের ফলন হবে। এক একরে ১০ থেকে ১২ কেজি বীজ ব্যবহার করা উচিত।
advertisement
ভাল বীজ চয়ন: উরদ বপনের সময় ভাল মানের বীজ চয়ন করা গুরুত্বপূর্ণ। ড. এনসি ত্রিপাঠি বলেন, কৃষকরা যদি অল্প সময়ে ভাল ফলন পেতে চান, তাহলে উরদের PU-30, PU-31, PU-35 এবং PU-41 জাতের বীজ বপন করতে হবে।
advertisement
সেচের যত্ন: ড. এনসি ত্রিপাঠি বলেন, উরদ বপনের ২৫ থেকে ৩০ দিন পরে সেচ দিতে হবে, পরবর্তী সেচ ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে করা যেতে পারে। খেয়াল রাখতে হবে, জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা অবস্থায় আগাছা যেন না জন্মায়। মাটিতে বাতাস চলাচল করতে পারে। তবেই উরদের ফলন ভাল হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 4:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গম কাটার পর খালি জমিতে এই চাষ করুন, কম খরচে প্রচুর লাভ ! মালামাল হচ্ছেন কৃষকরা