Top 10 Longest Non-Stop Flights: নন-স্টপ দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এই ১০ বিমান ! যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবাতেও সবচেয়ে এগিয়ে

Last Updated:
The Top 10 longest non-stop flights in the world: দীর্ঘ দূরত্বের কারণে এই ধরনের ফ্লাইটে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়। সঙ্গে উন্নত প্রযুক্তি তো আছেই। কোন কোন রুটে চলে এমন বিমান?
1/12
নন-স্টপ বিমানযাত্রার মজাই আলাদা। ফ্লাইট বদলের ঝামেলা নেই। এক বিমানেই বেঙ্গালুরু থেকে সানফ্রান্সিসকো। দীর্ঘ দূরত্বের কারণে এই ধরনের ফ্লাইটে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়। সঙ্গে উন্নত প্রযুক্তি তো আছেই। কোন রুটে চলে এমন বিমান?
নন-স্টপ বিমানযাত্রার মজাই আলাদা। ফ্লাইট বদলের ঝামেলা নেই। এক বিমানেই বেঙ্গালুরু থেকে সানফ্রান্সিসকো। দীর্ঘ দূরত্বের কারণে এই ধরনের ফ্লাইটে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং পরিষেবার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়। সঙ্গে উন্নত প্রযুক্তি তো আছেই। কোন রুটে চলে এমন বিমান?
advertisement
2/12
১০. ইউনাইটেড এয়ারলাইন্স – হিউস্টন থেকে সিডনি: বোয়িং 787-9 বিমান ওড়ে হিউস্টন থেকে সিডনি। ১৭ ঘণ্টা ৩০ মিনিটের উড়ান। অতিক্রম করে ৮,৫৯৬ মাইল পথ। ইকোনমি ক্লাস (১৪৯ আসন), ইকোনমি প্লাস (৩৯ আসন) এবং ইউনাইটেড পোলারিস বিজনেস ক্লাস (৪৮ আসন)-সহ বিভিন্ন কেবিন ক্লাস রয়েছে। এই বিমানের বড় বড় জানলা। সূর্যের আলো খেলা করে গোটা বিমান জুড়ে।
১০. ইউনাইটেড এয়ারলাইন্স – হিউস্টন থেকে সিডনি: বোয়িং 787-9 বিমান ওড়ে হিউস্টন থেকে সিডনি। ১৭ ঘণ্টা ৩০ মিনিটের উড়ান। অতিক্রম করে ৮,৫৯৬ মাইল পথ। ইকোনমি ক্লাস (১৪৯ আসন), ইকোনমি প্লাস (৩৯ আসন) এবং ইউনাইটেড পোলারিস বিজনেস ক্লাস (৪৮ আসন)-সহ বিভিন্ন কেবিন ক্লাস রয়েছে। এই বিমানের বড় বড় জানলা। সূর্যের আলো খেলা করে গোটা বিমান জুড়ে।
advertisement
3/12
৯. কোয়ান্টাস - ডারউইন থেকে লন্ডন: ডারউইন থেকে লন্ডন উড়ে যান বোয়িং 787-9 বিমান। ১৭ ঘণ্টা ৫৫ মিনিটের উড়ান, ৮,৬২০ মাইল পথ অতিক্রম করে।
৯. কোয়ান্টাস - ডারউইন থেকে লন্ডন: ডারউইন থেকে লন্ডন উড়ে যান বোয়িং 787-9 বিমান। ১৭ ঘণ্টা ৫৫ মিনিটের উড়ান, ৮,৬২০ মাইল পথ অতিক্রম করে।
advertisement
4/12
৮. এয়ার ইন্ডিয়া – বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো: বোয়িং 777-200LR বিমান যায় বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো। ১৬ ঘণ্টা ১০ মিনিটের পথ। অতিক্রম করে ৮,৭০১ মাইল। বিমানে রয়েছে ইকোনমি ক্লাস (১৯৫টি আসন), বিজনেস ক্লাস (৩৫টি আসন) এবং একটি বিলাসবহুল প্রথম শ্রেণির কেবিন (৮টি আসন)। বিমানে তিন বেলা এলাহি খাবারদাবার উপভোগ করতে পারেন যাত্রীরা।
৮. এয়ার ইন্ডিয়া – বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো: বোয়িং 777-200LR বিমান যায় বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো। ১৬ ঘণ্টা ১০ মিনিটের পথ। অতিক্রম করে ৮,৭০১ মাইল। বিমানে রয়েছে ইকোনমি ক্লাস (১৯৫টি আসন), বিজনেস ক্লাস (৩৫টি আসন) এবং একটি বিলাসবহুল প্রথম শ্রেণির কেবিন (৮টি আসন)। বিমানে তিন বেলা এলাহি খাবারদাবার উপভোগ করতে পারেন যাত্রীরা।
advertisement
5/12
৭. সিঙ্গাপুর এয়ারলাইন্স – সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: ৮৭৭০ মাইল পথ ১৫ ঘণ্টা ১০ মিনিটে অতিক্রম করে এয়ার বাস A350-900ULR। বিমানে রয়েছে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন), বিজনেস ক্লাস (৬৭ আসন)।
৭. সিঙ্গাপুর এয়ারলাইন্স – সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: ৮৭৭০ মাইল পথ ১৫ ঘণ্টা ১০ মিনিটে অতিক্রম করে এয়ার বাস A350-900ULR। বিমানে রয়েছে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন), বিজনেস ক্লাস (৬৭ আসন)।
advertisement
6/12
৬. এমিরেটস – দুবাই থেকে অকল্যান্ড: দুবাই থেকে অকল্যান্ড যায় 777-200LR বিমান। ৮৮২৪ মাইল পথ অতিক্রম করে ১৫ ঘণ্টা ৫৫ মিনিটে। বিমানে ইকোনমি ক্লাস (২১৬ আসন), বিজনেস ক্লাস (৪২ আসন) এবং একটি বিলাসবহুল প্রথম শ্রেণির কেবিন (৮ আসন) রয়েছে। এখানেও এলাহি ভোজের ব্যবস্থা রয়েছে।
৬. এমিরেটস – দুবাই থেকে অকল্যান্ড: দুবাই থেকে অকল্যান্ড যায় 777-200LR বিমান। ৮৮২৪ মাইল পথ অতিক্রম করে ১৫ ঘণ্টা ৫৫ মিনিটে। বিমানে ইকোনমি ক্লাস (২১৬ আসন), বিজনেস ক্লাস (৪২ আসন) এবং একটি বিলাসবহুল প্রথম শ্রেণির কেবিন (৮ আসন) রয়েছে। এখানেও এলাহি ভোজের ব্যবস্থা রয়েছে।
advertisement
7/12
৫. এয়ার নিউজিল্যান্ড - অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক: বোয়িং 787-9 বিমান অকল্যান্ড থেকে নিউ ইয়র্কের ৮৮২৮ মাইল পথ অতিক্রম করে ১৬ ঘণ্টা ১৫ মিনিটে। ইকোনমি ক্লাস (২৬৩ আসন), প্রিমিয়াম ইকোনমি (২১ আসন) এবং বিজনেস প্রিমিয়ার (১৮ আসন) ক্লাস রয়েছে।
৫. এয়ার নিউজিল্যান্ড - অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক: বোয়িং 787-9 বিমান অকল্যান্ড থেকে নিউ ইয়র্কের ৮৮২৮ মাইল পথ অতিক্রম করে ১৬ ঘণ্টা ১৫ মিনিটে। ইকোনমি ক্লাস (২৬৩ আসন), প্রিমিয়াম ইকোনমি (২১ আসন) এবং বিজনেস প্রিমিয়ার (১৮ আসন) ক্লাস রয়েছে।
advertisement
8/12
৪. কোয়ান্টাস - মেলবোর্ন থেকে ডালাস: ৮৯৯২ মাইল পথ অতিক্রম করে বোয়িং 787-9 বিমান। সময় লাগে ১৮ ঘণ্টা ১৫ মিনিট।
৪. কোয়ান্টাস - মেলবোর্ন থেকে ডালাস: ৮৯৯২ মাইল পথ অতিক্রম করে বোয়িং 787-9 বিমান। সময় লাগে ১৮ ঘণ্টা ১৫ মিনিট।
advertisement
9/12
৩. কোয়ান্টাস- পারথ থেকে লন্ডন: বোয়িং 787-9 বিমান পাড়ি দেয় ৯,০১০ মাইল। সময় লাগে ১৭ ঘণ্টা ৩২ মিনিট। বিমানে ইকোনমি ক্লাস (১৬৬ আসন), প্রিমিয়াম ইকোনমি ক্লাস (২৮ আসন) এবং বিজনেস ক্লাস (৪২ আসন) রয়েছে।
৩. কোয়ান্টাস- পারথ থেকে লন্ডন: বোয়িং 787-9 বিমান পাড়ি দেয় ৯,০১০ মাইল। সময় লাগে ১৭ ঘণ্টা ৩২ মিনিট। বিমানে ইকোনমি ক্লাস (১৬৬ আসন), প্রিমিয়াম ইকোনমি ক্লাস (২৮ আসন) এবং বিজনেস ক্লাস (৪২ আসন) রয়েছে।
advertisement
10/12
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স – সিঙ্গাপুর থেকে নেওয়ার্ক: ৯৫২৩ মাইল পথ এয়ারবাস A350-900ULR বিমানের অতিক্রম করতে সময় লাগে ১৮ ঘণ্টা ২৫ মিনিট। বিমানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন), বিজনেস ক্লাস (৬৭ আসন) রয়েছে।
২. সিঙ্গাপুর এয়ারলাইন্স – সিঙ্গাপুর থেকে নেওয়ার্ক: ৯৫২৩ মাইল পথ এয়ারবাস A350-900ULR বিমানের অতিক্রম করতে সময় লাগে ১৮ ঘণ্টা ২৫ মিনিট। বিমানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন), বিজনেস ক্লাস (৬৭ আসন) রয়েছে।
advertisement
11/12
১. সিঙ্গাপুর এয়ারলাইন্স- সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক: ১৮ ঘণ্টা ৭ মিনিটে ৯৫৩৭ মাইল পথ অতিক্রম করে এয়ারবাস A350-900ULR বিমান। বিমানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন) এবং বিজনেস ক্লাস (৬৭ আসন) রয়েছে।
১. সিঙ্গাপুর এয়ারলাইন্স- সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক: ১৮ ঘণ্টা ৭ মিনিটে ৯৫৩৭ মাইল পথ অতিক্রম করে এয়ারবাস A350-900ULR বিমান। বিমানে প্রিমিয়াম ইকোনমি ক্লাস (৯৪ আসন) এবং বিজনেস ক্লাস (৬৭ আসন) রয়েছে।
advertisement
12/12
একনজরে দেখে নিন তালিকা
একনজরে দেখে নিন তালিকা
advertisement
advertisement
advertisement