Hooghly News: বাড়ির ছাদে চাষ করেই বড় সাফল্য! কম খরচে এই ফল থেকে হচ্ছে প্রচুর লাভ
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
ইউটিউব দেখে পাঠ নিয়েছিলেন, বাড়ির ছাদে লাগিয়েছিলেন ড্রাগন ফলের গাছ। শখে লাগানো গাছে দারুন ফলন দিচ্ছে।
আরামবাগ: ইউটিউব দেখে পাঠ নিয়েছিলেন, বাড়ির ছাদে লাগিয়েছিলেন ড্রাগন ফলের গাছ। শখে লাগানো গাছে দারুন ফলন দিচ্ছে। হুগলির আরামবাগের যুবক কৌশিক দাস অর্থকরী একটি চাষের দিশা দেখালেন। পেশায় তিনি ফটোগ্রাফার। কাজের অবসর সময়ে ইউটিউব থেকে তাঁর ইচ্ছা জাগে ড্রাগন ফল চাষ করা।
নিজের বাড়ির ছাদে ড্রাগন ফলের চাষ করে সফল পেয়েছে। বাড়তি উদ্যোগ নিয়ে বড় আকারে ড্রাগন ফলের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের কয়রাপাড়া এলাকার কৌশিক।
advertisement
কয়েক বছর আগে তাঁর দাদার বাড়িতে গিয়ে অন্য ধরনের ড্রাগন ফলন চাষ দেখেছিলেন। পরে তিনি স্থানীয় একটি নার্সারি থেকে চারটি চারা গাছ বাড়ির ছাদের টবে বসিয়েছিলেন। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে দুটি নষ্ট হয়ে যায়। অবশিষ্ট দুটি চারা গাছের ব্যাপক ফল হয়।
advertisement
এই বিষয়ে কৌশিক বাবু জানান, “বেশ কয়েক বছর আগে ইউটিউব দেখে ড্রাগন চাষের চিন্তাভাবনা করি। তারপর ড্রাগনের চারা গাছ এনে বাড়ির ছাদে প্রথমে লাগাই। প্রথমে সঠিক পরিচর্যা করতে না পারার জন্য কিছু চারা গাছ মরে গেলেও পরবর্তীতে কিছু গাছ চারা গাছ বেঁচে থাকে।”
বর্তমানে এখন ভালই ফল ধরছে দাস বাড়িতে ড্রাগন গাছে। আর সেই ফল পাড়াতে এবং বাজারে বিক্রয় করে আয় ও হচ্ছে বেশ। পাড়া-প্রতিবেশীরা দেখতে এলে সেই ড্রাগন তাঁদের হাতে তুলে দেন। শখ করে গাছ লাগানোর ফলন পাচ্ছে কৌশিক বাবু। সে ড্রাগন চাষ করে লাভবান হতে পারে চাষিরা। এলাকার চাষীদের নতুন পথ দেখাচ্ছে আরামবাগের কৌশিক দাস।
advertisement
Suvojit Ghosh
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 4:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hooghly News: বাড়ির ছাদে চাষ করেই বড় সাফল্য! কম খরচে এই ফল থেকে হচ্ছে প্রচুর লাভ