Agriculture News: নোনা ও পতিত জমিতে এই চাষে করে মোটা টাকা লাভ ! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Agriculture News: যেখানে আগে চাষাবাদ সম্ভব ছিল না, সেই নোনা ও পতিত জমিতেও এখন বিশেষ কৌশলে হচ্ছে ফসল উৎপাদন।
উত্তর ২৪ পরগনা: নোনা ও পতিত জমিতে এই চাষে স্বনির্ভর বসিরহাটের যুবক। পতিত ও সুন্দরবন এলাকার লবণাক্ত জমিতে কৃষির জন্য তেমন উপযুক্ত নয়। এখানে বিকল্প চাষ হিসেবে একদিকে যেমন জমির উর্বরতা লাভ পাবে ঠিক অপরদিকে এই গাছ থেকে আয়ের পথ দেখছে বসিরহাটের যুবক। লবনাক্ত জমিগুলি দীর্ঘদিন ধরে পতিত এবং চাষের অনুপযুক্ত ছিল। তবে বর্তমানে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার আকিপুর গ্রামের যুবক জালালউদ্দিন নূরের উদ্যোগে সেই ধারণার পরিবর্তন ঘটছে।
জমির উর্বরতা বৃদ্ধি এবং পতিত জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে তিনি বেছে নিয়েছেন একটি বিশেষ পদ্ধতি-ধনচে চাষ। ধনচে গাছ সাধারণত পশুখাদ্য হিসেবে পরিচিত, কিন্তু এর আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি মাটির জৈব উপাদান বাড়িয়ে জমিকে উর্বর করে তোলে।
advertisement
advertisement
তেঁতুল পাতার মতো দেখতে এই গাছটি রোপণের দেড় মাসের মধ্যেই ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হয়। পরিণত হলে গাছ কেটে জমিতে রেখে পচিয়ে দেওয়া হয়, যা প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। ফলে মাটির জৈবগুণ ও উর্বরতা উল্লেখযোগ্য হারে বাড়ে। গ্রামবাংলায় এই গাছ ‘ধনচে’ নামে পরিচিত এবং আগে বহু চাষি এটি ব্যবহার করতেন মাটির গুণমান উন্নত করতে।
advertisement
এছাড়া, ধনচে গাছের দানা পাখির খাদ্য হিসেবে এবং গাছটি পশুখাদ্য হিসেবেও বাজারে চাহিদা রাখে, ফলে এটি চাষ করে অর্থনৈতিক লাভও অর্জন করা সম্ভব। জালালউদ্দিনের এই প্রয়াস কেবল জমির গুণগত পরিবর্তন আনছে না, বরং স্থানীয় যুবসমাজের মধ্যে কৃষি উদ্যোগের নতুন দৃষ্টান্তও স্থাপন করছে।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 6:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: নোনা ও পতিত জমিতে এই চাষে করে মোটা টাকা লাভ ! জেনে নিন সেই বিশেষ পদ্ধতি