Agriculture News: ভেষজ উদ্ভিদ চাষ করেই লাভের মুখ দেখবেন কৃষক! জেনে নিন সঠিক পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Agriculture News: ভেষজ উদ্ভিদের চাহিদা দিন দিন বাড়ছে দেশে ও বিদেশে। তুলসি, অশ্বগন্ধা, ব্রাহ্মী ইত্যাদি গাছ সঠিকভাবে চাষ করলে কৃষকেরা পেতে পারেন বড় মুনাফা। কীভাবে শুরু করবেন ও কোন পদ্ধতিতে সফল হবেন—জেনে নিন এখানে।
দক্ষিণ দিনাজপুর : প্রথাগত নানা ফসল চাষ করে স্বাবলম্বী হওয়া বা আয় করা রীতিমত কঠিন। অথচ ভেষজ উদ্ভিদের ভাল বাজার রয়েছে। এমন উদ্ভিদের চাষাবাদ করে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় দুই শত কৃষকদের নিয়ে ‘স্টেক হোল্ডার’স মিট অন মেডিক্যাল প্লান্টস ইন ওয়েষ্ট বেঙ্গল’ শীর্ষক অনুষ্ঠিত হল কর্মশালা।
ভৃঙ্গরাজ, বাসক, কালমেঘ, ঘৃতকুমারী, গুলঞ্চ, ব্রাহ্মী, অর্জুন, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, নিম, আমলকী, হরিতকী, হলুদ, বেল, চন্দন-সহ বেশ কয়েক প্রকার ভেষজ গাছ দেশজুড়ে লাগানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। যেখানে গোষ্ঠীবদ্ধভাবে ভেষজ উদ্ভিদের চাষ করে কিভাবে লাভের মুখ দেখা যায় কৃষকদের সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
advertisement
উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “ভারত সরকারের আয়ুষ বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের কৃষকরা ভেষজ উদ্ভিদ চাষ করা শিখে, বিকল্প চাষের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবে। এরফলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।”
advertisement
জাতীয় ভেষজ পর্ষদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে ভেষজ গাছের বিজ্ঞানসম্মত ব্যবহার বা অর্থনীতির সঙ্গে তার যোগ সম্পর্কে যথেষ্ট সচেতন করার পরে গাছ লাগালে তবেই তা রক্ষার তাগিদ আসবে। ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত কাঁচামাল বাজারজাত করতেও সহযোগিতা করা হবে।
advertisement
সরকারি জমিতে বেড়ে ওঠা গাছ থেকে উপার্জিত অর্থ সরকারি কোষাগারে যাবে। তাই প্রথাগত চাষের পরিবর্তে এলাকার বিকল্প চাষ হিসেবে ভেষজ উদ্ভিদ চাষ স্থানীয় কৃষকদের জন্য যথেষ্টই লাভজনক হতে পারে বলে সূত্রের খবর।
সুস্মিতা গোস্বামী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 7:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ভেষজ উদ্ভিদ চাষ করেই লাভের মুখ দেখবেন কৃষক! জেনে নিন সঠিক পদ্ধতি