Money Making Tips For Fishermen: কীভাবে মাছ চাষ করে লাভবান হবেন মৎস্যজীবীরা ? জেনে নিন সিক্রেট টিপস

Last Updated:

Money Making Tips For Fishermen: মাছ চাষে সঠিক পদ্ধতি ও পরিকল্পনা অনুসরণ করলে মৎস্যজীবীরা সহজেই লাভবান হতে পারেন। খরচ কমিয়ে, উৎপাদন বাড়িয়ে কীভাবে আয় বাড়ানো যায়—জেনে নিন সেই গোপন টিপস ও কার্যকরী কৌশল।

+
প্রশিক্ষণ

প্রশিক্ষণ মৎস্যজীবীদের

মালদহ: উন্নত মানের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ মৎস্যজীবীদের। কিভাবে কি পদ্ধতি অবলম্বন করলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন মৎস্যজীবীরা। সেই সমস্ত বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হল মৎস্যজীবীদের। পাশাপাশি মাছের পোনা উৎপাদনের ক্ষেত্রে কৃত্রিম প্রজনন পদ্ধতির ব্যবহার ও উন্নত মানের মাছ উৎপাদনের একাধিক পদ্ধতি শেখান হল মৎস্যজীবীদের।
অনেক সময় দেখা দেয় দক্ষতার অভাবের কারণে মৎস্যজীবীরা মাছ চাষ করে লোকসানের সম্মুখীন হন। সঠিক পদ্ধতি না জানার কারণে মাছ চাষের ক্ষেত্রে আর্থিক লোকসানের‌ও মুখে পড়তে হয় মৎস্যজীবীদের। যার ফলে অনেক সময় এই পেশা থেকে সরে দাঁড়ান মৎস্যজীবীরা। তবে সঠিক পদ্ধতি এবং প্রশিক্ষণ থাকলে আর্থিক লাভ মুনাফা অর্জন করতে পারবেন মৎস্যজীবীরা। তাই রাজ্য সরকারের উদ্যোগে মৎস্যজীবীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল মালদহে।
advertisement
advertisement
জেলা মৎস্য আধিকারিক মোহন চ্যাটার্জি জানান, “মালদহ সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলার মৎস্যজীবীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। রুই, কাতলা,‌ মৃগেল সহ ইত্যাদি নামিদামি মাছ ও রঙিন,‌ সাদা মাছ সহ একাধিক মাছ চাষের পরিচর্যার পদ্ধতি শেখান হচ্ছে। পাশাপাশি মাছের পোনা তৈরীর ক্ষেত্রে কৃত্রিম কৌশল ব্যবহার ও সেই পোনা থেকে উন্নতমানের মাছ চাষের পরিচর্যার পদ্ধতি সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। ফার্ম এলাকার বড় পুকুর গুলোতে নিয়ে গিয়ে প্রশিক্ষণরত মৎস্যজীবীদের ব্যবহারিকভাবে অনুশীলন দেওয়া হচ্ছে। এর ফলে মৎস্যজীবীরা সমস্ত রকম উন্নত মানের মাছ চাষ করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।”
advertisement
রাজ্য স্তরের প্রায় তিনটি জায়গায় এমন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেইমত মালদহের বড় সাগরদিঘী মডেল ফিস ফার্মে প্রথম ধাপে উত্তরবঙ্গের মালদহ সহ অন্যান্য জেলার মোট ৬০ জন মৎস্যজীবীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
জিএম মোমিন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips For Fishermen: কীভাবে মাছ চাষ করে লাভবান হবেন মৎস্যজীবীরা ? জেনে নিন সিক্রেট টিপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement