Agriculture News: বসিরহাটে চলছে ভিয়েতনামি প্রজাতি কাঁঠাল চাষ! লাভবান হচ্ছেন কৃষকরা

Last Updated:

Agriculture News: ভিয়েতনামের সুপার আর্লি কাঁঠালের এই ভ্যারাইটি যা কচি অবস্থায় অর্থাৎ এঁচোড় বিক্রি অত্যন্ত লাভজনক। 

+
গাছ

গাছ ভর্তি কাঁঠাল

উত্তর ২৪ পরগনা : কাণ্ড ভর্তি কাঁঠালে দেখা যাবে না পাতাও, ভিয়েতনামি প্রজাতি কাঁঠাল চাষ চলছে বসিরহাটজুড়ে। গাছে কাঁঠাল গোঁফে তেল! এই প্রবাদ বাক্যটি হয়তোবা অনেকেই শুনেছেন। তবে কাঁঠালের ফলে এবার চাষিদের মনে যেন একপ্রকার হাসি ফোটাচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি প্রজাতির কাঁঠাল। গাছের একদম মাটির শুরুর কান্ড থেকে শুরু করে উপর পর্যন্ত গোটা কান্ডটি যেন কাঁঠাল দিয়ে সাজানো। বলা যেতে পারে কাঁঠালের ফলনের জেরে হারিয়ে গিয়েছে কান্ড। এমন প্রজাতির কাঁঠাল যা সুপার আর্লি ভিয়েতনাম নামে পরিচিত। এই কাঁঠালের পরীক্ষামূলক চাষ হল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মধ্যমপুর এর বসুন্ধরা নার্সারিতে।
নার্সারিতে রাস্তার পাশেই দেখা মিলছে ভিয়েতনামের সুপার আর্লি কাঁঠালের এই ভ্যারাইটি যা কচি অবস্থায় অর্থাৎ এঁচোড় বিক্রি অত্যন্ত লাভজনক। সব থেকে বড় কথা গাছ লাগানোর এক বছর পর থেকেই গাছে কাঁঠাল আসতে শুরু করে। তবে গাছের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রথম বছরের কাঁঠালের ফুল অর্থাৎ মুচি ভেঙে দেওয়া হয়। দুই থেকে আড়াই বছর থেকে বিক্রি করা যায়। আগামী দিনে বড় পরিসরে এই প্রজাতির কাঁঠাল গাছের চাষ করার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তা। একই সাথে তিনি যেমন এই গাছের কলম থেকে চারা তৈরি করছেন তেমনিভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন।
advertisement
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বসিরহাটে চলছে ভিয়েতনামি প্রজাতি কাঁঠাল চাষ! লাভবান হচ্ছেন কৃষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement