PM Kisan: কবে আসবে পিএম কিষান যোজনার টাকা ২০তম কিস্তির টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: এখন পর্যন্ত এই প্রকল্পের ১৯টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকেরা এখন ২০তম কিস্তির অপেক্ষায় রয়েছেন।
দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার ৷ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যোজনা হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ৷ ২০১৯ সালে এই যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার ৷ এই প্রকল্পে প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৬০০০ টাকা ক্রেডিট করা হয় ৷
advertisement
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে কৃষকরা চাষাবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটখাটো প্রয়োজন মেটাতে পারেন। তবে, প্রতি বছর দেওয়া এই ৬ হাজার টাকার আর্থিক সহায়তা তিনটি সমান কিস্তিতে প্রদান করা হয়। প্রতিটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হয়। এখন পর্যন্ত এই প্রকল্পের ১৯টি কিস্তি জারি করা হয়েছে। কৃষকেরা এখন ২০তম কিস্তির অপেক্ষায় রয়েছেন।
advertisement
advertisement
advertisement