Bankura News: কৃষকদের জন্য সুখবর, সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সেচের উপকরণ, জানুন কীভাবে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bankura News: ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য ১০০ শতাংশ এবং অন্যান্য কৃষকের জন্য ৪৫ শতাংশ অনুদান প্রযোজ্য। নিবন্ধীকরণের জন্য লাগবে মোবাইল নম্বর লিঙ্ক করা আধার কার্ড, জমি সংক্রান্ত নথি, ব্যাঙ্ক পাস বই, পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
বাঁকুড়া: বাঁকুড়া জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এসে গেল সুবর্ণ সুযোগ। বিনামুল্যে (জি.এস.টি. ব্যতীত) পাওয়া যাবে ফোয়ারা সেচের জন্য স্প্রিংলার এবং বিন্দু সেচের জন্য ড্রিপ, এই সব অনুসেচ উপকরণ। চালু অর্ধবর্ষ ২০২২-২৩ নতুন কৃষক নিবন্ধীকরণ শুরু হল 'বাংলা কৃষি সেচ যোজনা' প্রকল্পে। জি.এস.টি. ব্যতীত বিনামূল্যে পাওয়া যাবে। কী এই বাংলা কৃষি সেচ যোজনা? কী করলে পাওয়া যাবে বিনামূল্যে সেচের উপকরণ? আর কোথায় করতে হবে আবেদন?
বাংলা কৃষি সেচ যোজনার মূল লক্ষ্য
১) এই প্রকল্পের মূল লক্ষ্য হল গরীব কৃষকদের বিনামূল্যে (জিএসটি ব্যতীত) ফসল সেচ সুবিধা-সহ তাঁদের ফসল চাষ বৃদ্ধি করতে সাহায্য করা।
advertisement
২) পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পের অধীনে কৃষকদের জন্য ক্ষুদ্র-সেচ সুবিধা স্থাপন করেছে যার ফলে এটি কৃষিক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা পূরণ করবে, সর্বোপরি জলের অপচয় রোধে কার্যকর হবে।
advertisement
৩) দু'টি নির্দিষ্ট সেচ কৌশল চিহ্নিত করা হয়েছে। একটি স্প্রিঙ্কলার সেচ এবং অন্যটি ড্রিপ সেচ। এই দু'টি পদ্ধতিই জলে সংরক্ষণে সহায়তা করবে। ড্রিপ সেচ ব্যবস্থা ইনস্টল করতে ব্যয় হয় প্রায় ৭০,০০০ টাকা। এবং স্প্রিঙ্কলার সেচ মেশিন বসাতে ব্যয় হয় প্রায় ২০,০০০ টাকা।
advertisement
৪) দরিদ্র কৃষকদের পক্ষে আর্থিক ভাবে মেশিনগুলি বসানো সম্ভব নয়। তাই রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত মেশিন বিনামূল্যে প্রদান এবং ইনস্টল করা হবে। শুধুমাত্র জিএসটি-র (১২%) টাকা কৃষকদের দিতে হবে।
৫) শুধুমাত্র খাদ্যশস্য নয়। এই সেচ প্রকল্পটি শাকসব্জি এবং ফল চাষের জন্যও ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করবে।
advertisement
৬) এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া ও জঙ্গলমহল জেলা তালিকার শীর্ষে রয়েছে কারণ এই সব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম।
ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য ১০০ শতাংশের অনুদান সরকার থেকে প্রযোজ্য এবং অন্যান্য কৃষকের জন্য ৪৫ শতাংশ অনুদান প্রযোজ্য। নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় মোবাইল নম্বর লিঙ্ক করা আধার কার্ড, জমি সংক্রান্ত নথি, ব্যাঙ্ক পাস বই, পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
advertisement
বাঁকুড়া জেলায় ২০২২-২৩ অর্থবর্ষে ২৮ এ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬৯৬ জন কৃষক এখনও পর্যন্ত রেজিস্টার করেছেন। ৪০২টি ইনস্টলেশন পূর্ণ হয়েছে। ভবিষ্যতে আরও বসানো হবে। এমনটাই খবর বাঁকুড়া জেলা কৃষি দফতর থেকে। বিশদে জানতে আপনার নিকটস্থ ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন অথবা www.wbpmksy.org এই ওয়েবসাইটে যোগাযোগ করুন।
advertisement
Nilanjan Banerjee
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 10:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bankura News: কৃষকদের জন্য সুখবর, সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সেচের উপকরণ, জানুন কীভাবে

