Nadia News: ঘরে ঢুকতেই গ্যাসের গন্ধ, পরীক্ষা করার জন্য দেশলাই জ্বালালেন বৃদ্ধ! চরম পরিণতি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Nadia News: গ্যাস লিক করছে কিনা দেশলাই জ্বালিয়ে পরীক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক বৃদ্ধ। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে নিয়ে আসা হয় নবদ্বীপ হাসপাতালে।
নবদ্বীপ: রান্নার গ্যাস প্রত্যেক গৃহস্থ বাড়িতে এক গুরুত্বপূর্ণ সামগ্রী বর্তমান সময়ে। কিন্তু এই গ্যাসের জন্য়ই কখনও কখনও অসতর্কতার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঠিক তেমনই এক ঘটনা ঘটল নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ষষ্ঠী তলায এলাকায়। গ্যাস লিক করছে কিনা দেশলাই জ্বালিয়ে পরীক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টা নাগাদ নবদ্বীপ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ষষ্ঠিতলা এলাকায়। ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধের নাম শঙ্কর মোদক। বয়স ৬৪। প্রতিবেশী ও তাঁর স্ত্রী সেই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। জানা যায়, তাঁর মুখ এবং শরীরের বহু অংশ অনেকটাই পুড়ে গিয়েছে।
advertisement
advertisement
সাইকেলের দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে চা করবেন বলে রান্নাঘরে ঢোকেন। তখনই গ্যাসের গন্ধ পান তিনি। গ্যাস লিক করছে কিনা পরীক্ষা করার জন্য দেশলাই কাঠি জ্বালাতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনে মুখ-সহ তাঁর শরীরের অনেকটাই ঝলসে যায়।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 9:54 PM IST