Farmers | Horticulture: কৃষকদের জন্য বড় খবর! মিলবে বিশেষ সরকারি অনুদান! আবেদনের শেষ তারিখ কবে! জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Farmers | Horticulture: এই অনুদান পাওয়ার জন্য কৃষকদের করতে হবে এই বিশেষ আবেদন! জেনে নিন বিস্তারিত!
নয়া দিল্লি: উদ্যানপালন দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে কৃষকদের জন্য সুসংবাদ। ২০২৩-২৪ সালে অনুদান পেয়ে উপকৃত হতে চলেছেন সমস্ত শ্রেণির কৃষক। এর মধ্যে কৃষকদের বাগান কার্যক্রম, পলিহাউস, শেড নেট হাউস, প্লাস্টিক মালচ, প্লাস্টিক টানেল, কমিউনিটি ওয়াটার সোর্স, নতুন বাগান তৈরি, কম খরচে পেঁয়াজ সংরক্ষণের কাঠামো, প্যাক হাউস, ভার্মি কম্পোস্ট ইউনিট, উচ্চমূল্যের সবজি ইত্যাদি ক্ষেত্রে অনুদান দেওয়া হবে। তবে জানা গিয়েছে, এই অনুদান পাওয়ার জন্য কৃষকদের আগামী ১৫ মে ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
রাজস্থানের উদ্যানপালন দফতরের সহকারী পরিচালক লীলারাম জাঠ জানিয়েছেন যে, এই বিশেষ প্রকল্পের সুবিধা পেতে গেলে রাজ্যের সমস্ত কৃষককে আগামী ১৫ মে ২০২৩ তারিখের মধ্যে অনলাইন আবেদন করে ফেলতে হবে। এই আবেদন করতে হবে জেলার কিষাণ রাজ কিষান সাথী পোর্টালের মাধ্যমে। সেই আবেদনের মধ্যে আগামী ২৫ মে লটারি করা হবে। লটারির মাধ্যমেই আবেদনকারী কৃষকদের মধ্য থেকে সুবিধাভোগী কৃষকদের নির্বাচন করে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, এর আগে যে সমস্ত কৃষক রাজ কিষান সাথী পোর্টালে আবেদন করেছিলেন, কিন্তু বাছাই তালিকায় নাম না থাকায় সেই সুবিধা পাননি। তাঁদের আর এবার আবেদন করতে হবে না। আগের আবেদনেই কাজ হয়ে যাবে।
advertisement
কৃষকদের মধ্যে উৎসাহ কম—
রাজস্থান সরকারের তরফে উদ্যোগ শুরু হলেও উৎসাহের অভাব দেখা গিয়েছে কৃষকদের মধ্যে। জানা গিয়েছে, কৃষকরা এই প্রকল্প তেমন পছন্দ করছেন না। আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে আবেদনের হার দেখেই।
advertisement
উদ্যানপালন বিভাগের প্রকল্পে অনুদানের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখও প্রায় এসেই গিয়েছে। কিন্তু অনুদান পাওয়ার জন্য এখনও পর্যন্ত মাত্র ২৪৯টি আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। আবেদনের এই সংখ্যা দেখে সহজেই অনুমান করা যায় যে জেলার কৃষকরা এই প্রকল্পে তেমন ভাবে আগ্রহী হয়ে ওঠেননি। যদিও সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের উন্নতি করতে চাইছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 12:00 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Farmers | Horticulture: কৃষকদের জন্য বড় খবর! মিলবে বিশেষ সরকারি অনুদান! আবেদনের শেষ তারিখ কবে! জানুন