Basil leaves: .চুটকিতে পালাবে জ্বর-সর্দি-কাশি! মিন্ট তুলসি ঘরে থাকলেই রোগ মুক্তি! চিনুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Basil leaves: ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম তুলসী! রোগ নিরাময়ে তুলসীর গুন এক কথায় অকল্পনীয়, তুলসীর মধ্যে উল্লেখযোগ্য একটি তুলসী, যা বিভিন্ন এলাকায় মিন্ট (mint) তুলসী নামে পরিচিত।
হাওড়া: ভেষজ উদ্ভিদের মধ্যে অন্যতম তুলসি! রোগ নিরাময়ে তুলসির গুণ এক কথায় অকল্পনীয়। প্রাচীনকাল থেকে বর্তমানেও রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে তুলসির। সর্বাধিক উপকারি গুণে প্রায় ১০ – ১২ টি তুলসি উল্লেখযোগ্য। নানা রোগ নিরাময় তুলসি দারুণভাবে ব্যবহৃত হলেও, জ্বর সর্দি ও কাশির জন্য ধন্বন্তরি তুলসি।
প্রাচীন কাল থেকে এ কাল পর্যন্ত নানাভাবে ব্যবহার হয়ে আসছে তুলসি। গ্রামাঞ্চলে ঘরে ঘরে দেখা মেলে বিভিন্ন তুলসি গাছ। বাংলার ঘরে তুলসি মঞ্চে সন্ধ্যায় যেমন প্রদীপ দেওয়ার রেওয়াজ রয়েছে। তেমনি রোগ মুক্তির ক্ষেত্রেও ভেষজ হিসেবে তুলসির ব্যবহার হয় ঘরে ঘরে। জ্বর সর্দি কাশি থেকে রেহাই পেতে সামান্য কয়েকটাতুলসি পাতাই যথেষ্ট তাদের কাছে। এই পাতার আশ্চর্য গুণ। শিশু থেকে বৃদ্ধ সকলের জ্বর সর্দি কাশি বা ঠান্ডা লাগায় কার্যকরী তুলসি। প্রাচীন কাল থেকে এই পাতার দারুণ ভাবে ব্যবহৃত। গ্রামাঞ্চলের বাড়িতে গড়ে ঘরে কৃষ্ণ তুলসি, রাম তুলসি, গোলক তুলসির মত নানা তুলসি গাছ রাখার রেওয়াজ রয়েছে।নানা তুলসির মধ্যে উল্লেখযোগ্য একটি তুলসি। যা বিভিন্ন এলাকায় মিন্ট (mint) তুলসি নামে পরিচিত।
advertisement
advertisement
সাধারণত আমরা সর্দি, কাশি, নাক বন্ধ, গলা ব্যথা বা ঠান্ডা লাগার ক্ষেত্রে ব্যবহার করি ‘ ভিক্স’। এই পাতা ভিক্সের মত কার্যকরী। এর গুণ সম্পর্কে বিস্তারিত জানালেন, শিক্ষক তাপস বাঙাল। ঠান্ডা লেগে গলা ব্যথা, সর্দি ও কাশির সমস্যা কয়েক মিনিটে সমাধান এই তুলসিতে। তাপস বাবু জানান, প্রাথমিক ঠান্ডা লাগার মত সমস্যায় কয়েকটা পাতা যথেষ্ট। কয়েকটা পাতা চিবিয়ে খেলেই সমস্যা সমাধান পাওয়া যায় কয়েক মিনিটে। তিনি আরও জানান, এই তুলসি গুচ্ছাকারে বেড়ে ওঠে গাছ। টবে বা মাটিতে খুব সহজে বাঁচে। এই পাতা ব্যবহার করে বহু মানুষ উপকৃত হচ্ছেন।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 11:05 PM IST