Cultivation Process: এই পদ্ধতিতে চাষ করলেই মালামাল! আয়ের নতুন দিশা জেনে নিন

Last Updated:

মালচিং পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করলে, খরচের পরিমাণ হয় অনেকটা কম। তবে সেই চাষ থেকে লাভের পরিমাণ পাওয়া যায় অনেক বেশি।

+
মালচিং

মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ

হলদিবাড়ি: বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে ক্রমাগতই বেড়ে চলেছে প্রযুক্তির ব্যবহার। স্বল্প ব্যয়ে অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক আধুনিক পদ্ধতি অবলম্বন করছেন। জেলা কোচবিহারের হলদিবাড়ির কৃষকরাও পিছিয়ে নেই সেই দিক থেকে। মালচিং চাষের দিকে ঝুঁকছেন তাঁরা। মালচিং পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করলে, খরচের পরিমাণ হয় অনেকটা কম।
তবে সেই চাষ থেকে লাভের পরিমাণ পাওয়া যায় অনেক বেশি। তাই মালচিং চাষের মাধ্যমে সাধারণ জমিতে তরমুজ চাষ করছেন হলদিবাড়ির এক কৃষক। তিনি অন্যান্য কৃষকদেরও মালচিংয়ের মাধ্যমেই তরমুজ চাষ করার জন্য জানাচ্ছেন।
advertisement
advertisement
হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রামপঞ্চায়েত এলাকার মিস্ত্রি পাড়ার বাসিন্দা ঝন্টু সরকার। দীর্ঘ সময় ধরে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। কৃষক ঝন্টু সরকার জানান, “স্ট্রবেরি, করলা, ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন, টম্যটো, শিম চাষের পাশাপাশি হলদিবাড়িতে মালচিং পদ্ধতির মাধ্যমে এখন তরমুজ চাষ করা হচ্ছে। সাধারণ পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষ করলেও লাভের পরিমাণ অনেকটাই কম পাওয়া যায়। তবে এই বিশেষ পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষ করলে চাষে লাভের পরিমাণ থাকে অনেকটা বেশি। তরমুজ সাধারণত ভাবে বালি মাটির ফসল। তবে সাধারন জমিতেও এই তরমুজ চাষ সম্ভব।”
advertisement
তিনি আরও জানান, “তাঁর নিজের তিন বিঘা জমিতে তিনি মালচিং পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষ করছেন। তবে শুধু তিনি নিজে একাই করছেন না। পার্শবর্তী কৃষকদেরও এই চাষ করতে উদ্বুদ্ধও করছেন তিনি। এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করলে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। গাছের চারায় জল ও সার খুব কম লাগে। খরচ হয় বীজ ও মালচিং পেপারের কেনার সময়। তারপর একবার সার প্রয়োগ করে জমি তৈরি করে নিয়ে মালচিং দিয়ে ঢেকে নিয়ে চারা রোপণ করতে হয়। মাঝে মাঝে শুধু সামান্য জলসেচ প্রয়োগ করতে হয়, তবে সেটিও খুব একটা বেশি নয়।”
advertisement
এই পদ্ধতিতে চাষাবাদ খুব সহজ ও লাভজনক।তাই এই পদ্ধতি ব্যবহারে কৃষকদের লাভ হবে অনেক বেশি। গ্রামের বেশিরভাগ কৃষকেরা যেন এই পদ্ধতিই ব্যবহার করেন, তাই গ্রামের অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন তিনি। যদিও এই বিষয় নিয়ে জেলা কৃষি দফতর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যথেষ্ট সহায়তা করছে কৃষকদের। তবুও গ্রামের বেশিরভাগ কৃষকদের মধ্যেই এখনোও এই মালচিং নিয়ে সঠিক ধারণা তৈরি হয়নি।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Cultivation Process: এই পদ্ধতিতে চাষ করলেই মালামাল! আয়ের নতুন দিশা জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement