Kolkata: পুত্রঘাতী মা, নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন! ছোট ছেলেকে আগেই...শিউরে ওঠা অভিযোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Kolkata: ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের।
কলকাতা: ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাকে পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। খুনের কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।
নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল, স্ত্রীর নাম তনুজা মণ্ডল। এই দম্পতির দুই সন্তান হয়। মাত্র ৬-৭ মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেনির ছাত্র ছিল মৃত শিশু।
advertisement
advertisement
আজ সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে যায়। মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। বাড়িতে একাই ছিল তনুজা। ঠাকুরমা সকালে ১০টা নাগাদ আসেন। এসে নাতির খোঁজ শুরু করেন। সেইসময় বাড়িতে ছিল না বাচ্চাটির মা। প্রতিবেশীদের কাছেও জিজ্ঞাসা করে। খোঁজ শুরু হলে খাটের মধ্যে কম্বল চাপা অবস্থায় উদ্ধার হয় শিশুর দেহ।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার মহিলারা তার উপর হামলে পড়ে। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2025 8:37 PM IST