Birbhum News: চাষের পদ্ধতিতে অভিনব আইডিয়া কাজে লাগালেন সিউরির ব্যক্তি, হচ্ছে লাভও

Last Updated:

Birbhum News: উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে পলি মালচিং পদ্ধতিতে চাষের জন্য পলি মালচিং শীটের প্রয়োজন হয়।

+
 পলি

 পলি মালচিং পদ্ধতিতে করলা এবং তরমুজ চাষ 

বীরভূম: রাজ্যের একাধিক জায়গায় পলি মালচিং পদ্ধতিতে চাষ হয়। সেই রকমই বহরমপুর বেরাতে গিয়ে পদ্ধতিতে চাষ হতে দেখেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় দু'বিঘা জমিতে পলি মালচিং পদ্ধতিতে করলা এবং তরমুজ চাষ করেছেন সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আব্বাসউদ্দিন।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, পলি মালচিং পদ্ধতিতে চাষের জন্য পলি মালচিং শীটের প্রয়োজন হয়। ওই শীটের একদিক কালো রঙের হয় এবং অপর দিক রূপালী রঙের হয়। মূলত চাষের জমি তৈরি করার পর সেখানে ওই শীট বিছিয়ে দেওয়া হয়। এরপর ওই শীটের মধ্যে ছিদ্র করে সেখানে চারা বসানো হয়। এই পদ্ধতিতে চাষের ফলে চাষের জমিতে আগাছা নিধনের জন্য নিড়ানির যে খরচ থাকে, তা লাগে না। মাটি জল সংরক্ষণ হওয়ায় সেচের খরচ কমে। রোগ পোকা মাকড়ের উপদ্রব কমে যায় সহ একাধিক সুবিধা হয়।
advertisement
advertisement
পাশাপাশি ফলনও ভালো হয় বলে দাবি চাষীদের। আব্বাসউদ্দিন জানান, বহরমপুরে তিনি এই পদ্ধতিতে চাষ দেখেছিলেন। তারপর নিজের জমিতে পদ্ধতিতে চাষ করার উদ্যোগ নেন। কিন্তু ওই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজন পলি মালচিং শীটের। কিন্তু এই জেলায় একাধিক জায়গা ঘুরে তিনি ওই শীট পান নি। পরে ইউটিউবের মাধ্যমে মেদিনীপুরের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই শীট আনানোর ব্যবস্থা করেন।
advertisement
এরপর এই বছর প্রথম তিনি এই পদ্ধতিতে চাষ করেছেন। তিনি জানান, "সাধারণভাবে চাষ করতে আমাকে নিড়ানি খরচ বাবদ প্রায় ১০ হাজার টাকা দিতে হত এবং সেচের জন্য প্রায় ছ'হাজার টাকা। সেখানে নিড়ানি খরচ এক টাকাও লাগে নি। আবার সেচের খরচও তিনভাগের এক ভাগ। পরিবর্তে ওই শীটের দাম ও আনানোর জন্য রোল প্রতি প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়েছিল।"
advertisement
তাঁর কথায়," খরচ অনেকটা কমে যায়। পাশাপাশি ফসল খুব ভাল হয়। আমি এবার থেকে অধিকাংশ ক্ষেত্রে এই পদ্ধতিতে চাষ করব।"
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/কৃষি/
Birbhum News: চাষের পদ্ধতিতে অভিনব আইডিয়া কাজে লাগালেন সিউরির ব্যক্তি, হচ্ছে লাভও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement