Birbhum News: চাষের পদ্ধতিতে অভিনব আইডিয়া কাজে লাগালেন সিউরির ব্যক্তি, হচ্ছে লাভও
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Birbhum News: উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে পলি মালচিং পদ্ধতিতে চাষের জন্য পলি মালচিং শীটের প্রয়োজন হয়।
বীরভূম: রাজ্যের একাধিক জায়গায় পলি মালচিং পদ্ধতিতে চাষ হয়। সেই রকমই বহরমপুর বেরাতে গিয়ে পদ্ধতিতে চাষ হতে দেখেন। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় দু'বিঘা জমিতে পলি মালচিং পদ্ধতিতে করলা এবং তরমুজ চাষ করেছেন সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আব্বাসউদ্দিন।
উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, পলি মালচিং পদ্ধতিতে চাষের জন্য পলি মালচিং শীটের প্রয়োজন হয়। ওই শীটের একদিক কালো রঙের হয় এবং অপর দিক রূপালী রঙের হয়। মূলত চাষের জমি তৈরি করার পর সেখানে ওই শীট বিছিয়ে দেওয়া হয়। এরপর ওই শীটের মধ্যে ছিদ্র করে সেখানে চারা বসানো হয়। এই পদ্ধতিতে চাষের ফলে চাষের জমিতে আগাছা নিধনের জন্য নিড়ানির যে খরচ থাকে, তা লাগে না। মাটি জল সংরক্ষণ হওয়ায় সেচের খরচ কমে। রোগ পোকা মাকড়ের উপদ্রব কমে যায় সহ একাধিক সুবিধা হয়।
advertisement
advertisement
পাশাপাশি ফলনও ভালো হয় বলে দাবি চাষীদের। আব্বাসউদ্দিন জানান, বহরমপুরে তিনি এই পদ্ধতিতে চাষ দেখেছিলেন। তারপর নিজের জমিতে পদ্ধতিতে চাষ করার উদ্যোগ নেন। কিন্তু ওই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজন পলি মালচিং শীটের। কিন্তু এই জেলায় একাধিক জায়গা ঘুরে তিনি ওই শীট পান নি। পরে ইউটিউবের মাধ্যমে মেদিনীপুরের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই শীট আনানোর ব্যবস্থা করেন।
advertisement
এরপর এই বছর প্রথম তিনি এই পদ্ধতিতে চাষ করেছেন। তিনি জানান, "সাধারণভাবে চাষ করতে আমাকে নিড়ানি খরচ বাবদ প্রায় ১০ হাজার টাকা দিতে হত এবং সেচের জন্য প্রায় ছ'হাজার টাকা। সেখানে নিড়ানি খরচ এক টাকাও লাগে নি। আবার সেচের খরচও তিনভাগের এক ভাগ। পরিবর্তে ওই শীটের দাম ও আনানোর জন্য রোল প্রতি প্রায় আড়াই হাজার টাকা খরচ হয়েছিল।"
advertisement
তাঁর কথায়," খরচ অনেকটা কমে যায়। পাশাপাশি ফসল খুব ভাল হয়। আমি এবার থেকে অধিকাংশ ক্ষেত্রে এই পদ্ধতিতে চাষ করব।"
Subhadip Pal
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 6:08 PM IST