North Dinajpur news: তেজপাতা শুকিয়ে প্যাকেট করে বিকল্প কর্মসংস্থান! নতুন দিশা দেখাচ্ছেন এই মহিলারা

Last Updated:

North Dinajpur news: রন্ধন প্রক্রিয়ার এক অন্যতম উপকরণ হল তেজপাতা। অত্যন্ত জরুরি এই উপকরণটি স্বল্প দামে মেলে পাড়ার দোকান থেকে হাট বাজারে সর্বত্র।

+
তেজপাতা

তেজপাতা শুকিয়ে প্যাকেট করে বিকল্প কর্মসংস্থান! নতুন দিশা দেখাচ্ছেন এই মহিলারা

রায়গঞ্জ: রন্ধন প্রক্রিয়ার এক অন্যতম উপকরণ হল তেজপাতা। অত্যন্ত জরুরি এই উপকরণটি স্বল্প দামে মেলে পাড়ার দোকান থেকে  হাট বাজারে সর্বত্র। আর এই তেজপাতাই বর্তমানে বিকল্প কর্মসংস্থানের পথ দেখাচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের।
অর্থকরী ফসল হিসেবে তেজপাতার চাষ করা হয়। গাছ থেকে পাতা কেটে বাছাই করে তা শুকিয়ে প্যাকেটজাত করে পাঠানো হয় রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি এই তেজপাতা রাজ্য ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও রফতানি করা হয়ে থাকে। আর এই তেজপাতা তোলা থেকে শুরু করে প্যাকেটজাত করে রফতানি করার আগে পর্যন্ত সমস্ত কাজ করছেন মহিলাদের পাশাপাশি এলাকার বহু পুরুষও।
advertisement
advertisement
অন্যদিকে ব্যবসায়ী রতন সূত্রধর জানান, এই তেজপাতা সারা জেলাতেই চাষ করা হয়ে থাকে। বর্তমানে এটি একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিতি পেয়েছে। সারাবছর পর্যাপ্ত পরিমানে এর ফলন মিললেও ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে ফলন কম হয়। অর্ডার অনুযায়ী তা প্যাকেটজাত করে পাঠানো হয় বিভিন্ন জায়গায়। এই কাজের সঙ্গো যুক্ত রয়েছেন স্বনির্ভর দলের সদস্যরা। সবমিলিয়ে এই ব্যবসা এখন নতুন দিশা দেখাচ্ছে জেলা জুড়ে।
advertisement
মৃন্ময় বসাক
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur news: তেজপাতা শুকিয়ে প্যাকেট করে বিকল্প কর্মসংস্থান! নতুন দিশা দেখাচ্ছেন এই মহিলারা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement