New Cultivation Method: বিশেষ এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জেনে নিন, সহজেই হতে পারবেন ব্যাপক লাভবান!

Last Updated:

এই পদ্ধতির মাধ্যমে কৃষি জমিকে চাষ না করেই যে কোনও রকম ফসল উৎপাদন করা সম্ভব।

+
title=

বামনহাট: কৃষি ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহার কৃষকদের চাষাবাদের উপরে অনেকটাই আগ্রহ বাড়িয়ে তুলতে শুরু করেছে। তবে এখনোও পর্যন্ত বহু কৃষক প্রাচীণ পন্থা অবলম্বন করেই চাষাবাদ করে আসছেন। এবং সেক্ষেত্রে তাদের মাঝে মধ্যেই ব্যাপক ক্ষতির সম্মুখীন ও হতে হচ্ছে। তবে চাষের মধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা মাধ্যমে যেমন খাটনি অনেকটা কমে আসে তেমনি লাভের পরিমাণ হতে পারে।
এমনই যন্ত্র নির্ভর একটি কৃষি পদ্ধতির নাম বিনা কর্ষণে চাষাবাদ। এই পদ্ধতির মাধ্যমে কৃষি জমিকে চাষ না করেই যেকোন রকম ফসল উৎপাদন করা সম্ভব। তবে এই পদ্ধতিতে যেমন চাষের খরচ কমে আসে। ঠিক তেমনি লাভের পরিমাণ ও অনেকটাই বেড়ে ওঠে।
advertisement
advertisement
কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত বামন হাট এলাকার এক কৃষক মুজাহিদ হোসেন এভাবেই চাষাবাদ করে আসছেন। বহু দিন ধরে তিনি এভাবে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আর্থিক ভাবে অনেকটাই লাভের মুখ দেখতে পারছেন। মুজাহিদ হোসেন জানাচ্ছেন, \"যন্ত্রপাতি নির্ভর এই ধরনের কৃষি পদ্ধতি অবলম্বন করলে যে কোন কৃষক আর্থিকভাবে অনেকটাই বেশি মুনাফার মুখ দেখতে পারবেন।
advertisement
এই ধরনের চাষাবাদের ক্ষেত্রে খাটনি অনেকটাই কমে আসে। এছাড়াও মুনাফার পরিমানও অনেকটাই বেড়ে যায়। অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে চাষাবাদ করলে সময় অনেকটাই কম লাগে। এছাড়াও সার এবং বীজ দুটোই খুব ভালো মতন ব্যবহার করা সম্ভব হয়। নতুন প্রজন্মের কৃষকদের চাষাবাদের প্রতি আকর্ষণ বাড়ি তুলতে পারবে এই চাষাবাদ পদ্ধতি।"
advertisement
বর্তমান সময়ে স্বল্প ব্যয় অধিক মুনাফার মুখ দেখতে চান অধিকাংশ কৃষক। তবে তারা যদি যন্ত্রপাতি নির্ভর কৃষির ওপর ভরসা রাখেন তাহলে তাদের মুনাফার পরিমান দ্বিগুণ হওয়া সম্ভব খুব সহজেই। অত্যাধুনিক যন্ত্রপাতি কৃষির ক্ষেত্রে যে অনন্য বিপ্লব আনতে শুরু করেছে ইতিমধ্যেই। সেই সুফল গ্রহণ করতে পেরেছেন বহু কৃষক। তাদের দেখাদেখি অন্যান্য কৃষকরাও যদি এই ধরনের পদ্ধতি অবলম্বন করেন। তাহলে অদূর ভবিষ্যতে কৃষির ক্ষেত্রের ভাগ্য অনেকটাই পরিবর্তিত হতে পারবে। এছাড়াও কৃষকেরা আরও অনেক বেশি চাষাবাদের প্রতি আগ্রহশীল হয়ে উঠবেন। তবে সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে সুফল পাওয়া যাবে নিশ্চিত ভাবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Cultivation Method: বিশেষ এই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জেনে নিন, সহজেই হতে পারবেন ব্যাপক লাভবান!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement