Indian Railways: সামান্য টাকায় বিদেশ ভ্রমণ! ভারত থেকে ট্রেনেই যাত্রা করুন বিশ্বের এই দেশগুলিতে

Last Updated:
Indian Railways: ফ্লাইটের বিপুল খরচ! ট্রেনে করেই এই দেশগুলি ঘুরে আসতে পারেন
1/18
Indian Railways: ভারতের সঙ্গে কযেকটি দেশের সীমা বা বর্ডারের যোগাযোগ রয়েছে, যদিও সেই সমস্ত অংশগুলি অখণ্ড ভারতের অংশ বিশেষ ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: ভারতের সঙ্গে কযেকটি দেশের সীমা বা বর্ডারের যোগাযোগ রয়েছে, যদিও সেই সমস্ত অংশগুলি অখণ্ড ভারতের অংশ বিশেষ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/18
Indian Railways: আসলে এইগুলি অখণ্ড ভারতের অংশ ৷ ভারত আজ পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল ও চিনের সঙ্গে বর্ডার শেয়ার করছে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: আসলে এইগুলি অখণ্ড ভারতের অংশ ৷ ভারত আজ পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল ও চিনের সঙ্গে বর্ডার শেয়ার করছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/18
Indian Railways: এদের মধ্যে বেশ কিছু দেশে যেতে গেলে এমন কিছু ট্রেন ধরতে হবে যার মাধ্যমে যাওয়া যাবে বিদেশে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: এদের মধ্যে বেশ কিছু দেশে যেতে গেলে এমন কিছু ট্রেন ধরতে হবে যার মাধ্যমে যাওয়া যাবে বিদেশে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/18
Indian Railways: এবার দেখে নেওয়া যাক সীমান্তবর্তী কিছু রেল স্টেশন, ট্রেন উঠে অতি সহজেই বিদেশে পাড়ি দেওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: এবার দেখে নেওয়া যাক সীমান্তবর্তী কিছু রেল স্টেশন, ট্রেন উঠে অতি সহজেই বিদেশে পাড়ি দেওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/18
Indian Railways: Singhabad Railway Station-সিংঘাবাদ রেলওয়ে স্টেশন মালদহের, পুরনো মালদহ থেকে সিংঘাবাদা যাওয়ার জন্য একটি ট্রেন চলে ৷ সীমান্তবর্তী রেল স্টেশন অতি সহজেই আমদানি ও রফতানি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: Singhabad Railway Station-সিংঘাবাদ রেলওয়ে স্টেশন মালদহের, পুরনো মালদহ থেকে সিংঘাবাদা যাওয়ার জন্য একটি ট্রেন চলে ৷ সীমান্তবর্তী রেল স্টেশন অতি সহজেই আমদানি ও রফতানি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/18
Indian Railways: নেপালের স্টেশনগুলিও এইখান দিয়ে যাতায়াত করে ৷ ২০১১ এরপরে সিংঘাবাদ দিয়ে শুধুই বাংলাদেশই নয় নেপাল দিয়ে ট্রেন চলে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: নেপালের স্টেশনগুলিও এইখান দিয়ে যাতায়াত করে ৷ ২০১১ এরপরে সিংঘাবাদ দিয়ে শুধুই বাংলাদেশই নয় নেপাল দিয়ে ট্রেন চলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/18
Indian Railways: বাংলাদেশ থেকে নেপালে বড় অংশ খাদ্যসামগ্রী রফতানি করা হয় ৷ মালগাড়ি খেপ রোহনপুর-সিংঘাবাদ ট্রানজিট থেকে নির্গত হয় ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: বাংলাদেশ থেকে নেপালে বড় অংশ খাদ্যসামগ্রী রফতানি করা হয় ৷ মালগাড়ি খেপ রোহনপুর-সিংঘাবাদ ট্রানজিট থেকে নির্গত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/18
Indian Railways: Petrapole Railway Station- পেট্রাপোল রেলওয়ে স্টেশন উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন বাংলাদেশ ৷ বাংলাদেশ ও ভারতের মধ্যে মালপত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: Petrapole Railway Station- পেট্রাপোল রেলওয়ে স্টেশন উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন বাংলাদেশ ৷ বাংলাদেশ ও ভারতের মধ্যে মালপত্র আমদানি ও রফতানির ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/18
Indian Railways: কলকাতা থেকে বাংলাদেশ যেতে গেলে বন্ধন এক্সপ্রেস ধরতে হবে ৷ এই ট্রেন ধরতে গেলে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে ৷ বাংলাদেশে পৌঁছনোর আগে পেট্রাপোলে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: কলকাতা থেকে বাংলাদেশ যেতে গেলে বন্ধন এক্সপ্রেস ধরতে হবে ৷ এই ট্রেন ধরতে গেলে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে ৷ বাংলাদেশে পৌঁছনোর আগে পেট্রাপোলে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/18
Indian Railways: বন্ধন এক্সপ্রেস ৯ নভেম্বর ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল ৷ বাংলাদেশের খুলনা পর্যন্ত যায় এই ট্রেনটি ৷ এই ট্রেনটি বরিশাল এক্সপ্রেসের রুটে চলে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: বন্ধন এক্সপ্রেস ৯ নভেম্বর ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল ৷ বাংলাদেশের খুলনা পর্যন্ত যায় এই ট্রেনটি ৷ এই ট্রেনটি বরিশাল এক্সপ্রেসের রুটে চলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/18
Indian Railways: Haldibari Railway Station- হলদিবাড়ি রেলস্টেশন বাংলাদেশ থেকে প্রায় ৪.৫ কিমি দূরত্বে ৷ এই স্টেশনও সংযোগকারী স্টেশন রূপে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: Haldibari Railway Station- হলদিবাড়ি রেলস্টেশন বাংলাদেশ থেকে প্রায় ৪.৫ কিমি দূরত্বে ৷ এই স্টেশনও সংযোগকারী স্টেশন রূপে কাজ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/18
Indian Railways: হলদিবাড়ি চিলহাড়ি স্টেশনের সাহায্যে বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে ৷ এটি ভারতের সীমা থেকে ৬ কিমি পর্যন্ত বিস্তৃত ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: হলদিবাড়ি চিলহাড়ি স্টেশনের সাহায্যে বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে ৷ এটি ভারতের সীমা থেকে ৬ কিমি পর্যন্ত বিস্তৃত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/18
Indian Railways: হলদিবাড়ি ও চিলহাটি স্টেশনের উদ্বোধন ২০২০ সালে হয়েছিল ৷ এরপরেই মিতালি এক্সপ্রেস শুরু হয় ৷ ২৬ মার্চ ২০২১-এ ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: হলদিবাড়ি ও চিলহাটি স্টেশনের উদ্বোধন ২০২০ সালে হয়েছিল ৷ এরপরেই মিতালি এক্সপ্রেস শুরু হয় ৷ ২৬ মার্চ ২০২১-এ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/18
Indian Railways: এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করে ৷ ঢাকা পৌঁছনোর আগে হলদিবাড়ি স্টেশনে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করে ৷ ঢাকা পৌঁছনোর আগে হলদিবাড়ি স্টেশনে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/18
Indian Railways: Jaynagar Railway Station- বিহারের মধুবনী জেলার অন্তর্গত জয়নগর রেলস্টেশন নেপালের সীমা থেকে অত্যন্ত কাছে ৷ যা প্রতিবেশী দেশ থেকে ৪ কিমি দূরেই ৷ প্রতীকী ছবি ৷
Indian Railways: Jaynagar Railway Station- বিহারের মধুবনী জেলার অন্তর্গত জয়নগর রেলস্টেশন নেপালের সীমা থেকে অত্যন্ত কাছে ৷ যা প্রতিবেশী দেশ থেকে ৪ কিমি দূরেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement