বিদেশি ঘাসে ঢেকেছে রাজস্থানের রুক্ষ্ম জমি! পশুপালনে নতুন আলোর দিশা দেখছেন কৃষক!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
যে এলাকার মানুষ সামান্য কিছু ঘাস আনবার জন্য হিমশিম খেতেন সেই সেই এলাকাতেই এখন আকাশছোঁয়া ঘাসের জমি।
মরুভূমিতে জীবন ধারণ করা এক সংগ্রাম। এখানকার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল গবাদি পশু। কিন্তু গবাদি পশু পালন করবার জন্য যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সেটুকু জোগাড় করতেও কালঘাম ছুটে যায় মরুভূমি এলাকার বাসিন্দাদের।
এতদিন পর্যন্ত বাজরার ভুসি আর শুকনো ঘাস খাইয়ে গবাদি পশু পান করতেন তাঁরা। বছরে একবার বৃষ্টি হয় যেসব এলাকায় সেখানে বাজরার মতো ফসল ছাড়া আর কিছুই ফলে না।
এই পরিস্থিতিতেই রাজস্থানের সীমান্তবর্তী দুই জেলা বারমেঢ় এবং জালোরে আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে এক বিদেশী প্রজাতির ঘাস। এই এলাকায় তৈল অনুসন্ধান ও উৎখননের কাজে নিযুক্ত কেয়ার্ন বেদান্ত ফাউন্ডেশন কৃষকদের সঙ্গে বসে তাঁদের খেত ও ফলনে উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করে নতুন দিশা দেখাতে শুরু করেছে। পশুখাদ্যের বিষয়টি নিয়েও শুরু হয় ভাবনা-চিন্তা শুরু হয়।
advertisement
advertisement
এই মুহূর্তে এই দুই জেলায় পশুপালন ও দুগ্ধ উৎপাদন পরিকল্পনা যেন এক নতুন রূপকথার জন্ম দিচ্ছে। যে এলাকার মানুষ সামান্য কিছু ঘাস আনবার জন্য হিমশিম খেতেন সেই সেই এলাকাতেই এখন আকাশছোঁয়া ঘাসের জমি। পশুখাদ্যের আর কোনও অভাবই নেই। শুধুমাত্র পশুখাদ্যের জন্যই এখানে চাষ হচ্ছে সুপার নেপিয়ার ঘাস।
কেয়ার বেদান্তের পরিকল্পনা অনুযায়ী বারমেঢ় এবং জালোর জেলার সাতটি ব্লকের ৬২টি গ্রামে এই ঘাসের বীজ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। একে এলিফ্যান্ট গ্রাসও বলা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি প্রজনন ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিওর’। তারই আওতায় বিভিন্ন গ্রামে ২০১৪ সাল থেকে ঘাস চাষ করা হচ্ছে।
advertisement
প্রকল্পের ম্যানেজার হনুমানরাম চৌধুরী জানান, ‘শিওর’ ২০০৭ সাল থেকেই বারমেঢ় জেলায় দুগ্ধ উন্নয়ন এবং পশুপালন প্রকল্পে কাজ করছে৷ এই প্রকল্পের আওতায় দুধ উৎপাদন ও তার গুণগত মান নিয়ে কাজ করা হচ্ছে। ২০১৪ সাল থেকে বারমেঢ় এবং জালোরে নেপিয়ার ঘাসের চাষ শুরু হয়।
advertisement
২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ৩,৯৮,২০০ নেপিয়ার ঘাসের চারা ৫২৬৫জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেসব ঘাসই এখন সবুজ করে ফেলেছে এলাকাকে। কৃষকও হয়েছে স্বাবলম্বী।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 4:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বিদেশি ঘাসে ঢেকেছে রাজস্থানের রুক্ষ্ম জমি! পশুপালনে নতুন আলোর দিশা দেখছেন কৃষক!