#নয়াদিল্লি: জানেন কী এখন অ্যাড্রেস প্রুফ ছাড়াও গ্যাস সিলিন্ডার নিতে পারবেন (LPG Gas Cylinder) ৷ কয়েক দিন আগে পর্যন্ত নিয়ম ছিল যে ঠিকানার প্রমান পত্র ছাড়া গ্যাস সিলিন্ডার নেওয়া যাবে না ৷ কিন্তু দেশের সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) তরফে জানানো হয়েছে এবার থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য ঠিকানার প্রমান পত্র দেওয়া আর বাধ্যতামূলক রইল না ৷ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ ছাড়াও আপনিও গ্যাস নিতে পারবেন ৷
গ্রাহকরা এবার শহর বা তাদের এলাকার ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটার বা পয়েন্ট অফ সেলে গিয়ে ৫ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার নিতে পারবেন ৷ এর জন্য আপনাকে কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ কেবল সিলিন্ডারের দাম দিতে হবে ৷ ইন্ডেনের ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের সেলিং পয়েন্ট থেকে ভর্তি করা যাবে ৷ এই সিলিন্ডার BIS প্রমানিত হয়ে থাকে ৷
আপনি কোনও কারণে শহর ছেড়ে গেলে ইন্ডেন সেলিং পয়েন্টে সিলিন্ডার ফেরত দিতে দিতে পারবেন ৷ ৫ বছরের মধ্যে ফেরত দিলে সিলিন্ডারের দামের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে ৷ ৫ বছর পর ফেরত দিলে পেয়ে যাবেন ১০০ টাকা ৷
এজেন্সি থেকে কেনার পাশাপাশি রিফিলের জন্য বুকিং করতে পারবেন ৷ বুকিং করার পদ্ধতি বেশ সহজ ৷ 8454955555 নম্বরে মিসড কল দিয়ে ছোট সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাবে ৷ রিফিল টাইপ করে 7588888824 নম্বরে মেসেজ করে গ্যাস বুকিং করা যাবে ৷ 7718955555 নম্বরে ফোন করেও গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Address Proof, LPG Gas Booking