সাবধান! Digital Loan দিচ্ছে এমন ৬০০-র বেশি অবৈধ অ্যাপ রয়েছে বাজারে, এখান থেকে ভুলেও ঋণ নেবেন না.....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
লোন দিয়ে থাকে এমন অ্যাপগুলির বিরুদ্ধে ২৫০০ এর বেশি অভিযোগ-
#নয়াদিল্লি: বর্তমানে দেশে প্রায় ৬০০-র বেশি অবৈধ লোন দিচ্ছে এমন অ্যাপস রয়েছে ৷ এই সমস্ত অ্যাপ প্লে স্টোরে রয়েছে ৷ এর চক্করে পড়লে হতে পারে বড়সড় লোকসান ৷ কেন্দ্র সরকারের তরফে একটি বয়ানে এই বিষয়ে জানানো হয়েছে ৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, এরকম প্রায় ৬০০টি অ্যাপ রয়েছে ৷
আরও পড়ুন: আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কড না থাকলে হতে পারে বড় লোকসান, জেনে নিন লিঙ্কিংয়ের পদ্ধতি.....
এই তথ্য সামনে আসতেই দেশের ডিজিটাল লেন্ডিং অ্যাপগুলির উপর কড়া নজরে রাখা হবে ৷ জানুয়ারিতে RBI-এর তরফে গঠিত একটি কমিটি গ্রাহকদের সুরক্ষার জন্য একটি নোডাল এজেন্সি গঠনের পরামর্শ দিয়েছিল ৷
advertisement
লোন দিয়ে থাকে এমন অ্যাপগুলির বিরুদ্ধে ২৫০০ এর বেশি অভিযোগ
আরবিআই এর তরফে তৈরি পোর্টাল Sachet এ জানুয়ারি ২০২০-তে মার্চ ২০২১ পর্যন্ত ডিজিটাল লোন দেওয়া অ্যাপসগুলির বিরুদ্ধে প্রায় ২৫৬২ অভিযোগ এসেছে ৷ RBI এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ডিজিটাল ফ্রডের ঘটনা বেড়েই চলেছে ৷ ডিজিটাল লেন্ডিং অ্যাপগুলির বিরুদ্ধে জানুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত ২৫০০-এর বেশি অভিযোগ এসেছে ৷ এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা মহারাষ্ট্রের ৷ এরপর কর্নাটক, দিল্লি, হরিয়ানা, তেলাঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর বাসিন্দাদের সঙ্গে প্রতারনা হয়েছে ৷
advertisement
জানুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার কার্যকরী ডিরেক্টর জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম আর মোবাইল অ্যাপ সহ ডিজিটাল ঋণের উপর টাস্ক গ্রুপ গঠন করেছিল।
advertisement
২৩ ডিসেম্বর ২০২০-তে আরবিআই সাধারন মানুষকে এরকম ডিজিটাল লোন প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপের অনৈতিক গতিবিধির শিকার হওয়া থেকে সাবধান থাকার বিষয়ে সতর্ক করেছে ৷ MoS Finance এর তরফে জানানো হয়েছে, এরকম যে কোনও সংস্থা থেকে ঋণ নেওয়ার আগে অবশ্যই সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে নিতে হবে এবং ফর্ম ভেরিফাই করতে হবে ৷ সমস্ত রাজ্যকে এরকম অ্যাপের উপর নজর রাখতে বলা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2021 12:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সাবধান! Digital Loan দিচ্ছে এমন ৬০০-র বেশি অবৈধ অ্যাপ রয়েছে বাজারে, এখান থেকে ভুলেও ঋণ নেবেন না.....