Aadhar Card: 'কোনও আধার কার্ড বাতিল হয়নি...', সাফ জানাল UIDAI, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

Last Updated:

Aadhar Card: আধার কার্ড বাতিল নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান UIDAI কর্তৃপক্ষের।

ক্ষোভের মধ্যে UIDAI-এর সাফ জবাব
ক্ষোভের মধ্যে UIDAI-এর সাফ জবাব
কলকাতা: আধার কার্ড বাতিল নিয়ে তোলপাড় রাজ্য। ইতিমধ্যেই এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বিকল্প কার্ডের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর অভিযোগ নস্যাৎ করে বড় বয়ান UIDAI কর্তৃপক্ষের। তাদের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মূলত আধার কার্ড ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্যই এই বিষয়ে গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে অবহিত করা হয়। একইসঙ্গে এটি পরিষ্কার করা হয়েছে যে কোনও আধার নম্বরই নিষ্ক্রিয় করা হয়নি।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সোমবার বলেছে যে আধার নম্বর ধারকদের আধার ডেটাবেস আপডেট রাখার জন্য সময়ে সময়ে অবহিত করা হয়। তবে কারও নম্বর বাতিল করা হয়নি এখনও পর্যন্ত।
advertisement
advertisement
UIDAI তার ওয়েবসাইটে বলেছে যে আধার কার্ড সাধারণত নানাবিধ সরকারি সুযোগ সুবিধা, স্কিম এবং পরিষেবাগুলি পেতে ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয়। আধার ডাটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য, UIDAI নথি এবং আধার তথ্য আপডেট করার জন্য একটি অনুশীলন শুরু করেছে। এটি একটি নিয়মমাফিক পদ্ধতি, তার বেশি নয়। UIDAI এমনটাই তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhar Card: 'কোনও আধার কার্ড বাতিল হয়নি...', সাফ জানাল UIDAI, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement