Malda News: মালদহ থেকে ৭৫টি প্রজাতির আম রফতানি হবে বিদেশে! শুরু প্রস্তুতি

Last Updated:

মালদহের আম বিদেশে রফতানিতে এবার বিশেষ উদ্যোগ। স্বাধীনতার ৭৫ বর্ষ। তাই এবার বাংলার ৭৫টি প্রজাতির আম বিদেশে রফতানি করার উদ্যোগ এপিইডিএ।

+
title=

মালদহ: মালদহের আম বিদেশে রফতানিতে এবার বিশেষ উদ্যোগ। স্বাধীনতার ৭৫ বর্ষ। তাই এবার বাংলার ৭৫টি প্রজাতির আম বিদেশে রফতানি করার উদ্যোগ অ্যাপেডা-র (এপিইডিএ)। মালদহ ও মুর্শিদাবাদ জেলা থেকে সুস্বাদু আমগুলির মধ্যে ৭৫টি প্রজাতিকে ইতিমধ্যে চিহ্নিত করেছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রডাক্ট এক্সপোর্ট ডেভলপমেন্ট অথরিটি।
ইতিমধ্যে কেন্দ্রীয় এই সংস্থা রাজ্যের উদ্যান পালন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করে বিদেশে আম রফতানির বিষয়ে আগামী দিনের পরিকল্পনা শুরু করেছে। গত বছর রাজ্যের ৩৪টি প্রজাতির আম বিদেশে রফতানি করা হয়েছিল। অধিকাংশ আমি ছিল মালদহও জেলার। ইতিমধ্যে মালদহের তিনটি প্রজাতির আম জিআই ট্যাগ পেয়েছে। সেই আমগুলি তো রয়েছেই পাশাপাশি অন্যান্য সুস্বাদু আমকেও বিদেশে পাঠাতে এবার বিশেষ উদ্যোগ।
advertisement
advertisement
মালদহ ও মুর্শিদাবাদ এই দুটি জেলার ৭৫টি প্রজাতির আম এই বছর কাতার দুবাই-সহ অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। গত বছর এই দেশ গুলিতে মালদহের আম বিশেষ সুনাম কুড়িয়েছিল।
তাই এবার আরও বেশি করে আম পাঠানোর পরিকল্পনা। চলতি মরশুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূল আম চাষে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না হলে জেলায় রেকর্ড পরিমাণ আম উৎপাদনের সম্ভাবনা। তাই মরশুমের শুরু থেকেই আম বিদেশে রফতানি করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উদ্যান পালন দফতরের পক্ষ থেকে। জেলায় প্রচুর আম উৎপাদন হলেও কৃষকেরা সঠিক পরিচর্যা অনেক সময় করে থাকেন না। যার ফলে বিদেশের বাজারে সে আমগুলির তেমন চাহিদাও থাকে না।
advertisement
গাছে আমের গুটি আসতেই তাই এবার বিদেশে আম রফতানির পরিকল্পনা। পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলার আম চাষিদের নিয়ে এটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল জেলা উদ্যান পালন দফতরে। আম চাষিরা যে সমস্ত ভুলগুলো করেন পরিচর্যার ক্ষেত্রে সে সমস্ত গুলি সঠিক পদ্ধতিতে করার প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও অ্যাপেডার-এর উদ্যোগে কলকাতার চারজন রফতানিকারকদের মালদহে নিয়ে আসা হয়।
advertisement
কৃষকদের সঙ্গে রফতানিকারকদের যৌথ প্রাথমিক পর্যায়ের আলোচনাও ইতি মধ্যে হয়ে গিয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে দেশের ৭৫তম স্বাধীনতাকে স্মরণীয় করে রাখতে এই বছর মালদহের ৭৫ টি প্রজাতির আম বিদেশ যাচ্ছে। মালদহের আমের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতার স্মরণীয় স্মৃতি ধরে রাখার অভিনব উদ্যোগ প্রশাসনের।
হরষিত সিংহ
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Malda News: মালদহ থেকে ৭৫টি প্রজাতির আম রফতানি হবে বিদেশে! শুরু প্রস্তুতি
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement