চলতি মাস থেকে ৫টি নিয়মে বড় বদল করা হয়েছে, প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে থাকে বা পুরনো নিয়মে কিছু বদল করা হয় ৷
#নয়াদিল্লি: ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে (Changes 1 December 2021) বদল করা হয়েছে ৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম থেকে (LPG price), হোম লোন অফার (Home loan offer), এসবিআই ক্রেডিট কার্ড অফার, আধার-ইউএএন লিঙ্কিং সামিল রয়েছে ৷ প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে থাকে বা পুরনো নিয়মে কিছু বদল করা হয় ৷
UAN-আধার লিঙ্কিং-
আপনি চাকুরিজীবী হলে এবং আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর থাকলে ১ ডিসেম্বর ২০২১ থেকে সংস্থাগুলিকে কেবল সেই সমস্ত কর্মীদের ইসিআর ফাইল করার কথা বলা হয়েছে যাঁদের UAN ও আধার লিঙ্কিং ভেরিফাই হয়ে গিয়েছে ৷ ৩০ নভেম্বরের মধ্যে আধার ও ইউএএন লিঙ্কিং না করানো থাকলে ECR ফাইল করতে পারবেন না ৷
advertisement
advertisement
হোম লোন অফার -
ফেস্টিভ সিজনের সময় অধিকতর ব্যাঙ্ক হোম লোনের আলাদা আলাদা অফার দিয়ে থাকে ৷ এর মধ্যে প্রোসেসিং ফি-তে ছাড়, কম সুদের হার সামিল রয়েছে ৷ বেশিরভাগ ব্যাঙ্কের অফার ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায় কিন্তু এলআইসি হাউজিং ফাইন্যান্সের অফার ৩০ নভেম্বরের মধ্যে শেষ হয়ে গিয়েছে ৷
advertisement
SBI ক্রেডিট কার্ড-
আপনি স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকলে ১ ডিসেম্বর থেকে ইএমআই শপিংয়ের ক্ষেত্রে দিতে হবে বেশি চার্জ ৷ এসবিআই কার্ড ব্যবহার করলে এখনও পর্যন্ত কেবল সুদ দিতে হবে কিন্তু এখন প্রোসেসিং ফিও দিতে হবে ৷
advertisement
গ্যাস সিলিন্ডারের দাম-
প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে৷ ১ ডিসেম্বর বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷ বাড়ির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷
লাইফ সার্টিফিকেট
পেনশনভোগীদের নভেম্বর ৩০ এর মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় ৷ লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকলে আটকে যেতে পারে আপনার পেনশন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2021 3:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতি মাস থেকে ৫টি নিয়মে বড় বদল করা হয়েছে, প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে