Business Idea: এবার গোল্ড হলমার্কিং সেন্টার খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা.....

Last Updated:

কেন হলমার্কযুক্ত গয়না কেনা উচিত?

#নয়াদিল্লি: হলমার্ক (Hallmark) ছাড়া সোনার গয়না (Gold Jewellery) বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার ৷ ভারতে নতুন গ্রাহক সুরক্ষা আইন ২০১৯ (New Consumer Protection Act 2019) চালু করা হয়েছে যার অধীনে দেশের একাধিক শহরে হলমার্ক ছাড়া সোনার গয়না রাখা এবং বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রক চলতি বছরের ১৬ জুন থেকে ২৫৬টি শহরে হলমার্কযুক্ত গয়নার বিক্রি বাধ্যতামূলক করে এবং সঙ্গে পুরনো হলমার্ক ছাড়া গয়নাকে হলমার্কযুক্ত গয়নায় পরিবর্তন করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয়। ডিসেম্বর মাস পড়তেই এই মেয়াদ শেষ হয়েছে। যে সমস্ত জেলায় বা এলাকায় হলমার্কিং সেন্টার নেই সেখানে হলমার্কিং সেন্টার খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ৷
বর্তমানে দেশের ২৩৪ জেলায় ৯২১ টি Assaying & Hallmarking কেন্দ্র কাজ করছে ৷ দেশের সমস্ত জেলায় হলমার্কিং সেন্টার খোলার ব্লুপ্রিন্ট তৈরি করছে ৷ সরকারের তরফে দাবি করা হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত ব্লকে হলমার্কিং সেন্টার খোলা হবে ৷ এবার BIS-এ জুয়েলার্সদের রেজিস্ট্রেশন করাতে হবে ৷ যে ব্যক্তিরা হলমার্কিং সেন্টার খুলতে ইচ্ছুক তাঁরা www.manakonline.in এ গিয়ে আবেদন করতে পারবেন ৷
advertisement
advertisement
দেশের প্রত্যেক ব্লকে খুলবে হলমার্কিং কেন্দ্র -
গত বছরই মন্ত্রকের তরফে শুদ্ধতা যাচাই-সহ হলমার্কিং কেন্দ্রের অনলাইন রেজিস্ট্রেশনের (Online Registration) জন্য নতুন মডিউল লঞ্চ করা হয়েছে ৷
কেন হলমার্কযুক্ত গয়না কেনা উচিত?
হলমার্কযুক্ত গয়নায় ক্যারেট বাড়ার সঙ্গে সঙ্গে সোনার মানের পাশাপাশি মূল্যেও পার্থক্য দেখা যায়। ক্যারেট যত বেশি হবে দামও তত বাড়বে। গয়না কেনার সময় গ্রাহকের অবশ্যই সোনার মান যাচাই করে নেওয়া উচিত। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের মতে, “গ্রাহকরা যখনই সোনা কিনতে যাবেন, হলমার্ক দেখেই সোনা কিনবেন। হলমার্ক হল এক ধরনের সরকারি গ্যারান্টি এবং এটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা নির্ধারিত করা হয়। হলমার্ক সোনা কেনার সবচেয়ে বড় সুবিধা হল অদূর ভবিষ্যতে যখনই বিক্রি করতে যাবেন আসল দাম পাবেন। সোনার দাম কমে যাবে না।”
advertisement
কীভাবে আবেদন করবেন ?
সোনার হলমার্কিং সেন্টার খোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, গত ৫ বছরে হলমার্কিং কেন্দ্রে ২৫ শতাংশ বৃদ্ধি হয়ে গিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এবার গোল্ড হলমার্কিং সেন্টার খুলে প্রতি মাসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা.....
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement