আজকের ডে ট্রেডিং গাইড, এই ৪ স্টকে মালামাল হওয়ার সম্ভাবনা!

Last Updated:

সারাদিন চনমনে শেয়ার বাজার। সূচক থেমেছে সবুজ জোনে। স্বভাবতই স্টকগুলো দৌড়চ্ছে তেজি ঘোড়ার মতো।

#কলকাতা: সারাদিন চনমনে শেয়ার বাজার। সূচক থেমেছে সবুজ জোনে। স্বভাবতই স্টকগুলো দৌড়চ্ছে তেজি ঘোড়ার মতো। এনএসই নিফটি বন্ধের সময় ২১৬ পয়েন্ট বেড়েছে। সেখানে বিএসই সেনসেক্স ৭৬২ পয়েন্ট উত্তরে ৬২,২৭২ স্তরে ইন্ট্রাডে সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিফটি ব্যাঙ্ক ৩৪৬ পয়েন্ট বেড়ে নতুন শিখরে।
পুঁজিবাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পেতেই রাতারাতি নয়া উড়ান শুরু করেছে শেয়ার বাজার। দৈনিক চার্টে উচ্চতর টপস এবং বটমসের মতো ইতিবাচক চার্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান স্তর থেকে নিফটি আরও উপরে উঠবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি: ইন্ট্রাডে ট্রেডিং টিপস দিতে স্বস্তিকা ইন ভেস্টমেন্টের সন্তোষ মীনা বলছেন, ‘ইউএস ফেড মিনিটে কিছু অপ্রীতিকর মন্তব্যের পর ডলার সূচক এবং মার্কিন বন্ডের ফলন কমে যাওয়ায় বিশ্ববাজারে তার প্রভাব পড়েছে। অন্যদিকে অপরিশোধিত তেলের দামের তীব্র পতন ভারতের ইক্যুইটি বাজারে বুস্ট হিসেবে কাজ করছে’।
advertisement
তাহলে শুক্রবার ইন্ট্রাডে ট্রেডিংয়ে কোন স্টকে বাজি ধরা উচিত? ৫পয়সা ডট কমের লিড রিসার্চ রুচিত জৈন বলছেন, ‘যতক্ষণ না আমরা মিড-ক্যাপ সূচকে একটি ব্রেকআউট দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীদের সেক্টরে স্টক নির্দিষ্ট পদক্ষেপের উপর ফোকাস করা উচিত। সূচকে আপট্রেন্ড করুন এবং কম পারফরমেন্স এড়িয়ে চলুন’।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্ক নিফটি অপশন চেইন ৪৩ হাজার স্ট্রাইক-এ দাঁড়িয়ে থাকা পিই রাইটার্সদের প্রতিফলন করে - সামগ্রিকভাবে ১৫ লক্ষ শেয়ার ওআই এবং ১৩ লক্ষ শেয়ার ওআই-এর নতুন এক্সপোজার। সিই রাইটার্সদের ৪৩,৫০০তে ১০ লাখের বেশি শেয়ার ওআই, ৪৫ হাজার সিই-তে নতুন এক্সপোজারে যাওয়ার কথা বলা হচ্ছে। যা বর্তমান স্তর থেকে ইনডেক্সের জন্য সম্ভাব্য ৪ শতাংশ এবং আরও বেশি উত্থানের ইঙ্গিত দেয়।
advertisement
আজ যে ৪টি স্টকে বাজি ধরা যায়: মারুতি সুজুকি – সিএমপি থেকে কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য ৯১৫০ টাকা থেকে ৯২০০ টাকা। স্টপ লস ৮৮০০ টাকা।
টেক মহিন্দ্রা – ১১০০ টাকায় কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। স্টপ লস ১০৫০ টাকা।
আইওসিএল বা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড - সিএমপি থেকে কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য ৮০ টাকা। স্টপ লস ৬৯ টাকা।
advertisement
ইউনিয়ন ব্যাঙ্ক - সিএমপি থেকে কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। লক্ষ্য ৯০ টাকা। স্টপ লস ৭২ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজকের ডে ট্রেডিং গাইড, এই ৪ স্টকে মালামাল হওয়ার সম্ভাবনা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement