Birbhum news ‍| Vivsa Bharati University: সাত বছরেই ১১ থেকে হড়কে ৯৭-এ! র‍্যাঙ্কিং-এ আবারও পিছিয়ে বিশ্বভারতী, তুুমুল চর্চা

Last Updated:

এক দশক আগেও যে প্রতিষ্ঠান সারা দেশে ১১ নম্বর স্থানে ছিল। গত কয়েক বছরে ক্রমাগত পিছনের সারিতে গিয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, ২০২০ সালে বিশ্বভারতীর র‍্যাঙ্ক ছিল ৫০, ২০২১ সালে তা হয় ৬৪। ২০২২ সালে স্থান হয়েছিল ৯৮ এবং এবার ৯৭। সেই নিয়ে শিক্ষা মহলে উঠেছে নিন্দার ঝড়।

ন্যাশানাল ইন্সটিটিউট ফর র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় আবারও পিছিয়ে বিশ্বভারতী
ন্যাশানাল ইন্সটিটিউট ফর র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় আবারও পিছিয়ে বিশ্বভারতী
বীরভূম: ন্যাশনাল ইন্সটিটিউট ফর র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের তালিকায় আবারও পিছিয়ে বিশ্বভারতী। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তালিকা অনুযায়ী, এবার সারা দেশে ৯৭ নম্বর স্থানে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। উঠেছে নিন্দার ঝড়।
এক দশক আগেও যে প্রতিষ্ঠান সারা দেশে ১১ নম্বর স্থানে ছিল। গত কয়েক বছরে ক্রমাগত পিছনের সারিতে গিয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, ২০২০ সালে বিশ্বভারতীর র‍্যাঙ্ক ছিল ৫০, ২০২১ সালে তা হয় ৬৪। ২০২২ সালে স্থান হয়েছিল ৯৮ এবং এবার ৯৭। সেই নিয়ে শিক্ষা মহলে উঠেছে নিন্দার ঝড়।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে বড় ’চমক’! মানুষের কথা শুনবেন এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’, জেনে নিন গোটা বিষয়
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন, দৈনন্দিন পড়াশোনার মান উন্নয়ন কতটা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গবেষকদের গবেষণার উৎকর্ষ কেমন, শিক্ষা প্রতিষ্ঠানের কতটা পেশাদারিত্ব রয়েছে, সমাজের সব স্তরের পড়ুয়াদের শিক্ষার মূল স্রোতে আনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে র‍্যাঙ্কিং হয়ে থাকে।
advertisement
advertisement
আরও দেখুন: ফিরহাদ হাকিমের নগরায়ণ ভবনে সকাল সকাল হাজির CBI, কী হল তারপর? তুঙ্গে জল্পনা
ন্যাশনাল ইন্সটিটিউট ফর র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সব ক্ষেত্রেই পিছিয়ে বিশ্বভারতী। যেখানে ২০১৬ সালেও বিশ্বভারতী একাদশ স্থানে ছিল। মাত্র সাত বছরে সেই স্থান হয়ে দাঁড়িয়েছে ৯৭। সেই নিয়েই উঠেছে সমালোচনার ঝড়।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news ‍| Vivsa Bharati University: সাত বছরেই ১১ থেকে হড়কে ৯৭-এ! র‍্যাঙ্কিং-এ আবারও পিছিয়ে বিশ্বভারতী, তুুমুল চর্চা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement