Siuri Century Old Clock News: ১৯০২ সাল থেকে ঢং ঢং শব্দে ঘুম ভাঙত সিউড়ির, দীর্ঘদিন অকেজো সেই ঐতিহাসিক ঘড়ি!

Last Updated:

Siuri Century Old Clock News: উনিশ শতকের প্রথম দিকে তৎকালীন হেতমপুরের রাজকুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী সেই সময়ের জেলা কালেক্টরকে উপহার দিয়েছিলেন এই ঘড়িটি।

+
দীর্ঘদিন

দীর্ঘদিন ধরে অকেজ হয়ে রয়েছে ঘড়ি

বীরভূম: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সিউড়ির ট্রেজারি বিল্ডিং-এর শতাব্দী প্রাচীন বড় ঘড়ির কাঁটা, আর শোনা যায় না সেই ঘুম ভাঙানি ঢং ঢং চেনা শব্দ। মেরামতের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই ঘড়িটি‌। ভেঙে গিয়েছে ঘড়ির বহু অংশ। ঘড়িটি মেরামত করে আবার চালু করা হোক, এমনটাই দাবি করছে সিউড়বাসীরা।
শতাব্দী প্রাচীন সিউড়ি শহরের একাধিক ইতিহাসের মধ্যে অন্যতম সাক্ষী হয়ে রয়েছে সিউড়ির ট্রেজারি বিল্ডিং-এর উপরে থাকা এই বিশালাকার ঘড়িটি। কিন্তু প্রায় ৭ বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে এই ঘড়িটি।
advertisement
advertisement
সিউড়ির এক ইতিহাসবিদ সুকুমার সিংহ বলেন, “উনিশ শতকের প্রথম দিকে তৎকালীন হেতমপুরের রাজকুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী সেই সময়ের জেলা কালেক্টরকে উপহার দিয়েছিলেন এই ঘড়িটি। লন্ডন থেকে আনানো হয়েছিল। ১৯০২ থেকে ১৯০৪ সালের মধ্যে ট্রেজারি বিল্ডিং-এর উপর এই ঘড়িটি স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসন। দশকের পর দশক, ভোর থেকে রাত, এই ঘড়ির শব্দেই সময় বুঝতেন শহরবাসীরা।”
advertisement
শহরের প্রবীণ নাগরিকদের কাছ থেকে জানা গিয়েছে, ঘড়িটি এর আগেও বজ্রপাতে খারাপ হয়েছিল ১৯৭০ সালে। পরে ১৯৯৫ সালে সিউড়ি শহরের একজন মেকানিক ঘড়িটিকে পুনরায় ঠিক করেন। তারপর থেকে ওই মেকানিক ওই ঘড়িটি দেখভাল করতেন। কিন্তু ২০১৬ সালে ঘড়িটি পুনরায় বন্ধ হয়ে যায়। এখনোও বন্ধ রয়েছে ঘড়িটি। স্থানীয়রা চাইছেন, ঘড়িটি দ্রুত মেরামত করা হোক।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Siuri Century Old Clock News: ১৯০২ সাল থেকে ঢং ঢং শব্দে ঘুম ভাঙত সিউড়ির, দীর্ঘদিন অকেজো সেই ঐতিহাসিক ঘড়ি!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement