Birbhum News: বীরভূমে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত! বিজ্ঞপ্তি ঘিরে জল্পনা
- Published by:Sudip Paul
Last Updated:
সাধারণ মানুষ যখন দুই সরকারের স্বাস্থ্য বীমার সুবিধা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সেই সময় বীরভূম স্বাস্থ্য জেলার একটি বিজ্ঞপ্তি ঘিরে নয়া জল্পনা তৈরি হল।
বীরভূম: পশ্চিমবঙ্গের নাগরিকদের স্বাস্থ্য বীমার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের দেশবাসীর জন্য রয়েছে আয়ুষ্মান ভারত। প্রকল্প পশ্চিমবঙ্গের বাসিন্দাদের চালু করার জন্য একাধিকবার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আলোচনা হয়েছে। তবে কেন্দ্রের এই প্রকল্প রাজ্যে চালু করার বিষয়ে এখনও পর্যন্ত সম্মতি মেলে নি। সাধারণ মানুষ যখন দুই সরকারের স্বাস্থ্য বীমার সুবিধা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সেই সময় বীরভূম স্বাস্থ্য জেলার একটি বিজ্ঞপ্তি ঘিরে নয়া জল্পনা তৈরি হল।
গত ৯ নভেম্বর বীরভূম স্বাস্থ্য জেলার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি ঘিরেই যত জল্পনা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তির শিরোনামে লেখা রয়েছে, 'হ্যান্ডস অন ট্রেনিং ফর আয়ুষ্মান ভারত'। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী সোমবার বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে একটি ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এবং সেখানে স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে যেমন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাওয়া যায়, ঠিক তেমনি আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্য দিয়েও একই সুবিধা পাওয়া যায়। ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্প দেশের অধিকাংশ রাজ্যে চালু হয়ে গিয়েছে। এছাড়াও এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের অধিকাংশ হাসপাতালে সুবিধা পাওয়া যায় চিকিৎসার ক্ষেত্রে। অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্প দীর্ঘদিন ধরে থাকলেও এই প্রকল্পের সুবিধা নানা বিতর্ক রয়েছে।
advertisement
এরকম পরিস্থিতিতে এই বিজ্ঞপ্তি নিয়ে যখন আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বিষয়টি নিয়ে খোলসা করে কিছু জানাতে চাননি। তিনি জানিয়েছেন, "যাই হোক না কেন এখন একটু সমস্যার জন্য এটা করা হচ্ছে না। আমরা ব্যস্ত থাকার জন্য এটি পরে হবে।"
advertisement
Madhab Das
Location :
First Published :
November 13, 2022 7:59 PM IST