শুভদীপ পাল, বীরভূম: জেলায় ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। সঙ্গে রয়েছে তাপপ্রবাহ। তাতেই নাজেহাল জেলাবাসী। এই পরিস্থিতিতে রোদের মধ্যেই কাজ করতে হচ্ছে ট্রাফিক পুলিশকর্মীদের। তাই কর্মীদের শারীরিক সুরক্ষা দিতে বেলা ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাস্তায় রোদে দাঁড়িয়ে কাজ করতে বারণ করা হয়েছে৷ পরিবর্তে পুলিশ বুথ কিংবা কোনও ছায়া রয়েছে এমন জায়গায় দাঁড়িয়ে কাজ করার জন্য বলা হয়েছে৷
গত কয়েকদিন ধরে বীরভূম জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। বৃহস্পতিবারও জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে রয়েছে তাপপ্রবাহ৷ এই পরিস্থিতিতে সকাল ১১ টার পর থেকে জেলার রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশকর্মীদের।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। কর্মীরা নিরাপদ আশ্রয়ে থেকে নিজেদের কর্তব্য পালন করবেন। এই নিয়ে ডিএসপি (ট্রাফিক) আখতার আলি বলেন, " বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হয়েছে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।