No Electricity: দীর্ঘ ২৫ বছর ধরে নেই বিদ্যুৎ পরিষেবা! অন্ধকারে বিপর্যস্ত সিউড়ির ৬ পরিবার

Last Updated:

No Electricity: প্রতিবেশীর জায়গা দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া নিয়ে আপত্তি। তার জেরেই বিপাকে সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছ'টি পরিবার। বাধ্যত বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ওই সমস্ত পরিবারের লোকজন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।  

+
দীর্ঘ

দীর্ঘ ২৫ বছর ধরে নেই বিদ্যুৎ পরিষেবা বিপাকে সিউড়ির ছ'টি পরিবার

শুভদীপ পাল, বীরভূম: গত প্রায় ২৫ বছর ধরে নেই বিদ্যুৎ পরিষেবা। মূলত প্রতিবেশীর জায়গার উপর দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া নিয়ে আপত্তি। তার জেরেই বিপাকে সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ছ’টি পরিবার। বাধ্যত বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ওই সমস্ত পরিবারের লোকজন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
বিক্ষোভকারীদের থেকে জানা গিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তি বিদ্যুতের খুঁটিকে নিজের বাড়ির পাঁচিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। অভিযোগ, এই ছ’টি বাড়ির পিছনের দিকের রাস্তাও ঘিরে নিয়েছেন তিনি৷ ফলে পিছন দিক দিয়ে বিদ্যুতের তার নিয়ে আসার কোনও উপায় নেই। আর সামনের দিকে কিছুটা রাস্তা থাকলেও সেই রাস্তা দিয়ে তার নিয়ে যেতে আর এক প্রতিবেশী বাধা দিচ্ছে। তার জেরেই বিপাকে পড়েছেন ওই ছ’টি পরিবার।
advertisement
আরও পড়ুন :  ব্লাড সুগারে কি লিচু খাওয়া নিরাপদ? কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন
এই টানাপোড়েনের মাঝে পড়ে দীর্ঘদিন ধরে অন্ধকারেই রয়েছেন সেখ মোতি, আখতারী বিবি, হুসনা বিবি, মজিদা বিবি, নানু বিবি ও নেহার বিবির পরিবার। তাঁরা জানান, স্থানীয় কাউন্সিলর, পুরসভা, বিদ্যুৎ দফতর-সহ সমস্ত স্থানে আবেদন করে করে ক্লান্ত হয়ে এদিন তাঁরা সপরিবার নেমে এসেছেন রাস্তায়। সমস্যার সমাধান না হলে স্থানীয় মসজিদের পাশের ফাঁকা যায়গায় ত্রিপল টাঙিয়ে সেখানেই থাকবেন বলে জানান তাঁরা। দাবি পূরণ না হলে অনশনের পথে যাওয়ারও দাবি তাঁদের৷ ওইদিন বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধও করেন তাঁরা। সেখান থেকে সিউড়ি থানায় গিয়ে সমস্যার কথাও জানিয়েছেন সকলে। পুলিশ গোটা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে। তারপরেই অবস্থান উঠে যায়।
advertisement
advertisement
এই নিয়ে সেখ মোতি বলেন, ” শুক্রবারের মধ্যে ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। দেখি কী হয়। না হলে অনশনের পথে হাঁটব।”  ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর বলেন, “ওই ছয়টি বাড়িই দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না। আমরা অনেকবার চেষ্টা করেছি। যেদিক থেকেই সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেদিকেই কেউ না কেউ আপত্তি করছে। ওখানে পুরসভার যে রাস্তা আছে, তার নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া নিয়েও আপত্তি দেখানো হচ্ছে। পুলিশের তরফ থেকে সহযোগিতা নিয়ে আমরা বিষয়টি মটিয়ে দেওয়ার চেষ্টা করছি।”
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
No Electricity: দীর্ঘ ২৫ বছর ধরে নেই বিদ্যুৎ পরিষেবা! অন্ধকারে বিপর্যস্ত সিউড়ির ৬ পরিবার
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement