Birbhum News: প্রাইমারি থেকেই নবীন বরণ, শিক্ষার্থী সপ্তাহ উদযাপনে আর কী কী থাকছে?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রাজ্যে শুরু হয়েছে শিক্ষার্থী সপ্তাহ উদযাপন। এবার প্রাইমারি থেকেই হবে নবীন বরণ।
বীরভূম: সোমবার থেকে বীরভূমে ধুমধাম করে শুরু হয়েছে শিক্ষার্থী সপ্তাহ পালন। শিক্ষার্থী সপ্তাহের প্রথম দিন বিদ্যাসাগর ভবন থেকে বীরভূমের জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এবং পড়ুয়ারা পদযাত্রা করেন।
নতুন বছরের প্রথমেই বিভিন্ন স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। আর সেই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বই বিতরণ থেকে শুরু করে নতুন শিক্ষার্থীদের স্কুলে বরণ করে নেওয়া। এসবের পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীর সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
advertisement
advertisement
শিক্ষার্থীর সপ্তাহে কী কী থাকবে সেই সম্পর্কে বীরভূমের জেলাশাসক বিধান রায় সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, প্রাইমারি থেকেই নবীন বরণ শুরু হবে। পাশাপাশি বই বিতরণ সহ স্কলারশিপের অর্থ প্রদান করা সবই থাকছে শিক্ষার্থী সপ্তাহে। সেইসঙ্গে শিক্ষার্থী সপ্তাহে শিক্ষার্থীদের শিল্পকলা বিকাশের জন্য বোলপুরে আয়োজিত বিশ্ব ক্ষুদ্র বাজারে হস্তশিল্প মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে। এর পাশাপাশি পড়ুয়াদের যে সকল অভিভাবকরা রয়েছেন তাঁদের সঙ্গে স্কুল পরিচালন সমিতির সদস্যদের মিলিত হওয়ার সুযোগ করে দেওয়া হবে শিক্ষার্থী সপ্তাহে। এছাড়াও প্রতিটি পড়ুয়াকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শুভেচ্ছা পত্র প্রদান করা হবে শিক্ষার্থী সপ্তাহে। শিক্ষার্থীর সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য হল শিক্ষার আঙিনাকে আরও উৎকর্ষ করে তোলা, সকলের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করা ইত্যাদি বলেই জানিয়েছেন বীরভূম জেলাশাসক বিধান রায়।
advertisement
মাধব দাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 9:08 PM IST









