Birbhum News: ডেঙ্গি প্রকোপের মাঝেই আবর্জনা বাড়ছে বোলপুরের স্টেশন সংলগ্ন হাটতলায়!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িত বোলপুর শহরকে আন্তর্জাতিক শহরের সঙ্গে তুলনা করা হয়। কারণ এখানেই বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটে। তবে এই শহরেই স্টেশন সংলগ্ন হাটতলাতে বাড়ছে আবর্জনার স্তুপ।
#বীরভূম : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িত বোলপুর শহরকে আন্তর্জাতিক শহরের সঙ্গে তুলনা করা হয়। কারণ এখানেই বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন ঘটে। তবে এই শহরেই স্টেশন সংলগ্ন হাটতলাতে বাড়ছে আবর্জনার স্তুপ। এই আবর্জনা স্তূপ আরও চিন্তা বাড়াচ্ছে যখন রাজ্যজুড়ে বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ। বোলপুর স্টেশন সংলগ্ন এই হাটতলায় যে আবর্জনার ভ্যাট রয়েছে সেখানে স্থানীয় মাছ, মাংস, সবজি এবং ফল বিক্রেতারা নোংরা ফেলে যান।
পৌরসভার তরফ থেকে সেই জায়গা পরিষ্কার করা হলেও তা পুরোপুরি ভাবে পরিষ্কার করা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের। যার ফলে দিন দিন এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসায়ীদের ব্যবসা করার ক্ষেত্রে যেমন অসুবিধা হচ্ছে ঠিক সেই রকমই এই রাস্তার উপর দিয়ে যারা যাতায়াত করেন তাদেরও চরম অসুবিধা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ একদিকে পানীয় জল অপচয় রোধের প্রচার, অন্যদিকে অবাধে অপচয়!
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে রাস্তা দিয়ে পারাপারকারী বাসিন্দাদের নাকে হাত না দিয়ে রাস্তা পার হওয়া মুশকিল। ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়েছে, "পৌরসভার তরফ থেকেই এই জায়গা পরিষ্কার করা হয়। কিন্তু পরিষ্কার করা হলেও সব আবর্জনা পৌরসভার কর্মীরা নিয়ে যান না। এদিকে প্রতিদিন ব্যবসায়ীরা ব্যবসার পর তাদের নোংরা আবর্জনা এখানে ফেলার ফলে দুর্গন্ধে ভরে যাচ্ছে এলাকা।"
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেল ওভারব্রিজ তৈরি হলেও আজব দাবি, বহাল রাখতে হবে ফটক!
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানিয়েছেন, "ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আলাদাভাবে নজর দেওয়া হচ্ছে। যে জায়গাটির কথা বলা হচ্ছে সেই জায়গাটির উপরও আলাদাভাবে নজর রাখা হয় কারণ বোলপুর স্টেশনে নেমে বহু মানুষ ওই রাস্তা দিয়ে পার হন। তবে যখন অভিযোগ এসেছে তখন বিষয়টি আরও একবার দেখা হবে।" তবে এর পাশাপাশি তিনি দাবি করেন, শুধু পৌরসভা সবকিছু পরিষ্কার রাখবে এমন নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
advertisement
Madhab Das
Location :
First Published :
November 14, 2022 3:06 PM IST