Birbhum News: চাকরি চাই তাড়াতাড়ি! এই দাবিতে বিক্ষোভ মহঃবাজারে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মহম্মদবাজার ব্লকে যাতে দ্রুত ডেউচা পাঁচামী কয়লা শিল্প গড়ে তোলা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিয়ত পদক্ষেপ চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই প্রস্তাবিত শিল্প এলাকায় সরকারের তরফ থেকে পুনর্বাসন প্যাকেজ এবং কয়েক শত চাকরি প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে।
#বীরভূম : মহম্মদবাজার ব্লকে যাতে দ্রুত ডেউচা পাঁচামী কয়লা শিল্প গড়ে তোলা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিয়ত পদক্ষেপ চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই প্রস্তাবিত শিল্প এলাকায় সরকারের তরফ থেকে পুনর্বাসন প্যাকেজ এবং কয়েক শত চাকরি প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ করা ছাড়াও বোরিং করে কয়লা তুলে সেই কয়লার গুণগত মান পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
তবে সরকারের তরফ থেকে এই কাজ দ্রুতগতিতে চালানোর মধ্যেও বিভিন্ন সময় শিল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে। তবে এর উল্টো পুরাণ দেখা গেল মঙ্গলবার। মঙ্গলবার প্রস্তাবিত এই কয়লা খনি এলাকার সালুকা এবং কবিলনগর গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখান। তবে তাদের বিক্ষোভ শিল্পের বিরোধিতায় নয়। বরং তারা চায়ছেন সরকার আরও দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাক এবং তাদের জমি নিয়ে তাদের পুনর্বাসন প্যাকেজ ও চাকরির ব্যবস্থা করে দিক।
advertisement
আরও পড়ুনঃ সিউড়ি পৌরসভায় কোন ওয়ার্ডে কোন দিন হবে দুয়ারে সরকার ক্যাম্প? জেনে নিন
তাদের দাবি তারা জমি দিতে চাইলেও সরকারিভাবে তাদের কাগজপত্র দেখা হচ্ছে না। এই নিয়ে তারা এর আগে প্রশাসনিক কর্তাদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তারপরেও কোন ব্যবস্থা গ্রহণ হয়নি। বিক্ষোভকারীরা জানান, তারা বেশ কয়েক মাস আগেই পিডিসিএলকে নিজেদের জমি দেওয়ার জন্য কাগজপত্র দিয়ে এসেছেন। দিনের পর দিন মাসের পর মাস দেওয়ার কথা বললেও কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটোয়া আহমেদপুর লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি
তাদের জমি জায়গা না নেওয়ার কারণে যারা চাকরির আশায় বসে রয়েছেন তারাও চাকরি পাচ্ছেন না। সেই কারণেই তারা এই দিন বিক্ষোভ দেখান। তাদের মূল দাবি হল, যত দ্রুত সম্ভব শিল্প হোক, তাদের জমি যেন সরকারের তরফ থেকে নেওয়া হয় এবং সেখানকার বেকার যে সকল যুবক যুবতীরা রয়েছেন তাদের দ্রুত চাকরি দেওয়া হয়।
advertisement
Madhab Das
Location :
First Published :
November 02, 2022 2:28 PM IST