Birbhum News: হঠাৎ বন্ধ হচ্ছে রেশন! সমস্যায় দীন দরিদ্র উপভোক্তারা, সমাধানের উপায় কী
- Published by:Teesta Barman
Last Updated:
বীরভূমের প্রত্যন্ত এলাকা এই মুরারই ব্লক। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে বসবাস করেন। যে কারণে তাঁরা সরকার প্রদত্ত রেশনের খাদ্য সামগ্রী না পেয়ে সমস্যায় পড়েছেন।
#বীরভূম: গত কালীপুজো পর্যন্ত রাজ্যে ২৫ লক্ষ ৩৮ হাজার ৫৯ জন রেশন গ্রাহকের সংখ্যা কমেছে, পরিসংখ্যান থেকে এমনই হিসাব মিলেছে। যেখানে রেশন উপভোক্তাদের সংখ্যা ছিল ৯ কোটি ২৫ লক্ষ ৪১ হাজার ৯৯৭ জন, সেই জায়গায় কালীপুজো পর্যন্ত সেই উপভোক্তাদের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩ হাজার ৩৩৮ জন। তবে এই কয়েকদিনে অনেকেই সমস্যার সমাধান করে ফের রেশন ব্যবস্থায় ফিরে এসেছেন। রাজ্যের পাশাপাশি বীরভূমেও একই সমস্যা। বীরভূমে সবচেয়ে বেশি সমস্যা মুরারই এক নম্বর ব্লকে।
মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গার উপভোক্তারা (বিশেষ করে অল্পবয়সি) রেশন ব্যবস্থায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আগে ঠিকঠাক রেশন সামগ্রী পেলেও হঠাৎ করেই তাঁরা তা পাচ্ছেন না। এক্ষেত্রে রেশন দোকানে সামগ্রী তুলতে আসার সময় তাদের ডিলাররা জানাচ্ছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক নেই। তবে অনেকের দাবি, লিংক করানো সত্ত্বেও তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত লিংক হচ্ছে ততক্ষণ তাঁরা রেশন সামগ্রী পাচ্ছেন না।
advertisement
advertisement
বীরভূমের প্রত্যন্ত এলাকা এই মুরারই ব্লক। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার মধ্যে বসবাস করেন। যে কারণে তাঁরা সরকার প্রদত্ত রেশনের খাদ্য সামগ্রী না পেয়ে সমস্যায় পড়েছেন। অন্যদিকে তড়িঘড়ি এই সমস্যা দূর করতে তাঁরা নিজেদের কাজকর্ম ছেড়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে ভিড় জমাচ্ছেন মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত খাদ্য ও সরবরাহ দফতরে।
advertisement
অন্যদিকে এই সমস্যা সম্পর্কে এবং সমাধানের বিষয়ে মুরারই এক নম্বর ব্লকের অন্তর্গত খাদ্য ও সরবরাহ দফতরের ফুড ইন্সপেক্টর জানিয়েছেন, দু'টি কারণে এমন ঘটনা ঘটছে। একটি কারণ, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করানো এবং অন্যটি হল প্রযুক্তিগত সমস্যা। সেক্ষেত্রে পাঁচ বছরের নীচে যারা রয়েছে, তাদের যদি আধার কার্ড থেকে থাকে এবং সেই আধার কার্ডের সঙ্গে কোনও মোবাইল নম্বর সংযুক্ত থাকে তাহলে সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে প্রযুক্তিগত কারণে যে সমস্যাগুলি হয়েছে সেগুলির ক্ষেত্রে আধার কার্ড এবং রেশন কার্ড আনা হলে সেই সমস্যা সমাধান হবে। তবে যে সকল বাচ্চাদের আধার কার্ড নেই তাদের সমাধানের কোন উপায় নেই।
advertisement
Madhab Das
Location :
First Published :
November 08, 2022 10:52 AM IST