Birbhum: মোটর বাইকের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মৃত এক

Last Updated:

সিউড়ি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এই পথ দুর্ঘটনায় ওই বাইকের আরও এক আরোহী আশঙ্কাজনক।

#বীরভূম : সিউড়ি থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এই পথ দুর্ঘটনায় ওই বাইকের আরও এক আরোহী আশঙ্কাজনক। মঙ্গলবার বিকাল বেলায় এই পথ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এবং ঘটনার স্থল থেকে আহত ও মৃত ব্যক্তিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তির সেখানেই চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন বিকাল বেলায় একটি মোটর বাইকের চড়ে দুজন দুবরাজপুরের দিক থেকে সিউড়ির দিকে আসছিলেন এবং সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ সিউড়ির দিক থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান দুবরাজপুরের দিকে যাচ্ছিল।
সেই সময় মিকি মেটাল লিমিটেড স্পঞ্জ আয়রন কারখানার কাছে তাদের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধারে নামেন এবং সিউড়ি থানায় খবর দেন। যদিও এই মৃত ও আহত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। পাশাপাশি তাদের এমনভাবে দুর্ঘটনা ঘটেছে সনাক্ত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুনঃ বিদেশের মাটিতে স্পেশাল অলিম্পিক্সে ব্রোঞ্জ বীরভূমের পাপিয়ার
দুর্ঘটনার পর ১৪ নং জাতীয় সড়কে সাময়িকভাবে যানজট তৈরি হয়। সিউড়ি থানার পুলিশ গিয়ে আহত ও মৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি যানজট মুক্ত করে জাতীয় সড়ক। অন্যদিকে দুর্ঘটনার পর পণ্যবাহী ওই বোলেরো পিকআপ ভ্যানটিকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সিবিআই হেফাজতে অনুব্রত, এবার কী বানাবেন জুনিয়র অনুব্রত সাজিদ খান
স্থানীয় বাসিন্দা কাজী স্বপন জানিয়েছেন, \"আহত এবং মৃত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের যে মোটরবাইকটি রয়েছে তার নম্বর বহরমপুর এলাকার বলে জানা যাচ্ছে। এখন তারা কোথায় থেকে আসছিলেন অথবা কোথায় যাচ্ছিলেন বা তাদের বাড়ি কোথায় কিছু জানা যায়নি।\"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: মোটর বাইকের সঙ্গে পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মৃত এক
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement