Moloy Ghatak: বীরভূমে একেবারে অন্য রূপে মলয় ঘটক, মন্দিরেও সকলের নজরে মন্ত্রী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Moloy Ghatak: বুধবার সিবিআই আধিকারিকদের নতুন করে সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর গ্রামে আস্তে দেখা যায়। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ চালাচ্ছেন তারা।
বীরভূম : একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে বুধবার বীরভূমের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সেখানে এসে তাকে বক্রেশ্বর মন্দির এবং সতী পিঠে পুজো দিতে দেখা যায়। উল্লেখযোগ্য বিষয় হল এই দিন তার পুজো দেওয়ার সময় মন্ত্রিসুলভ আচরণ ছিল না। একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে লাইনে দাঁড়িয়ে পূজো দিতে দেখা গেল তাকে। এর পরিপ্রেক্ষিতে তিনি নিজেকে সাধারণ মানুষ বলেই তুলে ধরেছেন এবং জানিয়েছেন, "কে মন্ত্রী বা অন্য কিছু তা আলাদা জায়গায়। রাস্তায় যখন থাকবো তখন আমরা সাধারণ মানুষ। যে কারণেই আমরা সাধারণ মানুষের মতো পুজো দিয়েছি।"
অন্যদিকে বুধবার সিবিআই আধিকারিকদের নতুন করে সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর গ্রামে আস্তে দেখা যায়। সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ চালাচ্ছেন তারা। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত চলছে আর সেই তদন্তের জন্য তদন্তকারী অফিসাররা বিভিন্ন জায়গায় যেতে পারেন সে নিয়ে তিনি কিছু বলবেন না।
advertisement
advertisement
অন্যদিকে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় যেভাবে দিদির দূতরা বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন সেই প্রসঙ্গ উঠলে মন্ত্রী মলয় ঘটক জানান, এগুলিকে বিক্ষোভ বলা যাবে না। সংসারে সবাই তো আর সবকিছু পান না। সবার মধ্যেই অভাব অভিযোগ থাকে এবং সেই সকল অভিযোগ তারা জানাচ্ছেন। আমরা চেষ্টা করব সেই সকল অভিযোগ দ্রুত মিটিয়ে ফেলার।
advertisement
এদিন মন্ত্রী মলয় ঘটক বক্রেশ্বর ধামে এবং সতী পিঠে পুজো দেওয়ার পর গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তার কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়েন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 7:35 PM IST