Birbhum news: প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ১০০০ টাকা,মাথায় হাত আম বিক্রেতাদের, কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Birbhum news: একদিকে চাহিদার থেকে জোগান বেশী৷ তার উপর ক্রেতাদের অনীহা। সেই কারণেই আমের বিকিকিনি নেই বীরভূমে। তাতেই বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁদের দাবি, ছোট ছোট দোকানীরাও প্রতিদিন প্রায় এক হাজার টাকা লোকসান করছেন৷

+
জেলায়

জেলায় চাহিদা নেই আমের বিপাকে বিক্রেতারা

বীরভূম: একদিকে চাহিদার থেকে জোগান বেশী৷ তার উপর ক্রেতাদের অনীহা। সেই কারণেই আমের বিকিকিনি নেই বীরভূমে। তাতেই বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁদের দাবি, ছোট ছোট দোকানিরাও প্রতিদিন প্রায় এক হাজার টাকা লোকসান করছেন৷ বিকিকিনির অভাবে প্রায় প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছে আম।
বিক্রেতারা জানান, অন্যান্য বছর গ্রীষ্মের মরশুম আসতেই আমের চাহিদা চরমে থাকে। স্বাভাবিকভাবেই আমের দামও থাকে যথেষ্ট। কিন্তু এই বছর চিত্রটা সম্পূর্ণ উল্টো। এবছর কেজি প্রতি আম ১৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত মিলছে জেলা সদরে। সেখানে অন্যান্য বছর দ্বিগুন দাম থাকে।
advertisement
advertisement
সাধারণ ক্রেতারা সেই অর্থে আম কিনতেই চাইছেন না। আগে যেখানে একজন ছোট দোকানি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ কেজি আম বিক্রি করত। সেখানে এই বছর দিনে ২০ থেকে ৩০ কেজি আম বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের আম খাওয়ার প্রতি যেন কোন অনীহা চলে এসেছে। তারই প্রকাশ ঘটেছে ফলের বাজারে। স্বাভাবিকভাবেই বিকিকিনি না হওয়ায় বিপাকে পড়েছেন ছোট দোকানী, আরতদার থেকে শুরু করে চাষীরা।
advertisement
Subhadip Pal
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum news: প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ১০০০ টাকা,মাথায় হাত আম বিক্রেতাদের, কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement