Birbhum: বেহাল অবস্থায় লাভপুরের বিপ্রতিকুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

Last Updated:

স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে জরুরী পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার হোক অথবা কেন্দ্র সরকার প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে।

+
title=

বীরভূম : স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে জরুরী পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার হোক অথবা কেন্দ্র সরকার প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। তবে এরই মধ্যে বীরভূমের লাভপুর ব্লকের বিপ্রটিকুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যা হাল হয়ে দাঁড়িয়েছে, তা প্রশাসনের উদাসীনতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। লাভপুর ব্লকের এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষেরা নির্ভরশীল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার বছরের বেশি সময় ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। এছাড়াও এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই বলেও অভিযোগ। একজন মাত্র ফার্মাসিস্ট রয়েছেন। এছাড়াও অভিযোগ অধিকাংশ সময় ওষুধ পাওয়া যায় না। সে ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধের জন্য তাদের অপেক্ষা করতে হয় অথবা দোকান থেকে কিনে নিতে হয়। কিন্তু প্রত্যন্ত এলাকার এই সকল বাসিন্দাদের কাছে তা ব্যয় সাধ্য। বিপ্রটিকুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পেলে স্থানীয় বাসিন্দাদের অন্ততপক্ষে ২৭ কিলোমিটার দূরে ছুটে আসতে হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
যাও কিনা এখানকার এই সকল বাসিন্দাদের কাছে ব্যয় সাপেক্ষ। এরই পরিপ্রেক্ষিতে তারা এই স্বাস্থ্য কেন্দ্রের হাল ফেরানোর দাবি তুলেছেন। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় দেওয়ালের অংশ ভেঙে পড়ছে। এছাড়াও ভেঙ্গে পড়ছে ছাদের অংশ। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জনপ্রতিনিধি থেকে অন্যান্যদের নজরে আনলেও কাজ হয়নি বলে অভিযোগ। তাদের দাবি, কাজ হবে বলে জানালেও এখনো পর্যন্ত কিছু হয়নি।
advertisement
advertisement
বর্তমান পরিস্থিতিতে এখানকার এই স্বাস্থ্য কেন্দ্রের হাল ফিরলে স্থানীয় বহু মানুষ উপকৃত হবেন বলেও জানিয়েছেন তারা। অন্যদিকে এই স্বাস্থ্য কেন্দ্রের এমন বেহাল দশা নিয়ে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: বেহাল অবস্থায় লাভপুরের বিপ্রতিকুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement