Birbhum News : স্কুলে না আসলেই বাড়িতে হানা শিক্ষকদের, বোলপুরের এই স্কুলের অভিনব উদ্যোগ

Last Updated:

স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও এখনও পর্যন্ত অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক পড়ুয়া রুটিন মেনে স্কুলে আসছে না। তাই এবার বাড়িতে হানা দেওয়া শুরু করলেন বোলপুরের একটি স্কুলের শিক্ষকরা।

+
বাড়িতে

বাড়িতে বাড়িতে শিক্ষক

#বীরভূম : করোনাকাল পরবর্তী সময়ে খুলে গিয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলেও এখনও পর্যন্ত অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক পড়ুয়া রুটিন মেনে স্কুলে আসছে না। তবে এবার যে সকল পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসছে না তাদের বাড়িতে হানা দেওয়া শুরু করলেন বোলপুরের একটি স্কুলের শিক্ষকরা।
শিক্ষকদের  তরফ থেকে এইভাবে বাড়িতে গিয়ে হানা দেওয়ার পরিপ্রেক্ষিতে নানা কারন বেরিয়ে আসছে। দেখা যাচ্ছে অনেক পড়ুয়া তাদের অভিভাবকদের স্কুল সম্পর্কে মিথ্যা কথা বলে মোবাইলে গেম খেলে সময় কাটিয়ে দিচ্ছে বন্ধু-বান্ধবদের সঙ্গে। এই সকল ভুল ভেঙ্গে যাচ্ছে এই অভিযানে বলে দাবি করেছেন শিক্ষক শিক্ষিকারা।
advertisement
advertisement
স্কুল পড়ুয়াদের নিয়মিত স্কুলে আসার ব্যবস্থা করতে এমন উদ্যোগ নিয়েছেন বীরভূমের বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই সকল পড়ুয়ারা কেন স্কুলে নিয়মিত আসছে না তার খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যাওয়া শুরু করল স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যারা স্কুলে আসছে না তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে তারা কথা বলা শুরু করেছেন। পড়ুয়ারা কেন অনুপস্থিত রয়েছে তা অভিভাবকদের থেকে জানতে চাওয়া হচ্ছে। এর পাশাপাশি তাদের স্কুলে পাঠানোর আবেদন জানাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।
advertisement
সাধারণত সরকারি স্কুলগুলিতে কেন পড়ুয়ারা আসছে না তা নিয়ে সেরকম কোনো হেলদোল দেখা যায় না অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই। সেই জায়গায় এই স্কুলের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়ায় খুশি ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। এই অভিযানে স্কুল কর্তৃপক্ষকে সাহায্য করছেন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা। বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানিয়েছেন, তিনি এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে আসার পরেই দেখতে পান উপস্থিতির হার খুব কম।
advertisement
এরপরেই তিনি বেশ কয়েকজন অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন এবং তারপরই  উপস্থিতির হার বাড়তে থাকে। তবে এরপরও যারা নিয়মিত স্কুল আসছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যেই এই আলোচনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন স্কুল ছুট পড়ুয়া স্কুলে ফিরেছে। আশা করা হচ্ছে ,এই ভাবে বাড়ি বাড়ি গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে স্কুল ছুট পড়ুয়ারা নতুন করে স্কুলে ফিরে আসবে এবং স্কুলে উপস্থিতির হার অনেক বৃদ্ধি পাবে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : স্কুলে না আসলেই বাড়িতে হানা শিক্ষকদের, বোলপুরের এই স্কুলের অভিনব উদ্যোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement