Birbhum News : জঙ্গলে ঢুকে 'গোপন' কাজ করছিল যুগল! হঠাৎ লাঠি হাতে তেড়ে এল 'তারা'... তারপরেই সেই ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

তবে এহেন দিনেই আদিবাসীদের কাছে লাঠি তাড়া খেতে হল যুগলদের।

+
জঙ্গলে

জঙ্গলে যুগলদের লাঠি তাড়া

বীরভূম: সরস্বতী পুজো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইনস-ডে হিসাবেই পরিচিত। বিশেষ করে কলেজ পড়ুয়া যুবক যুবতীদের কাছে। বাগদেবীর আরাধনার পাশাপাশি এই দিনটিতে তারা একান্তে সময় কাটান বিভিন্ন জায়গায়। এমনকি এই দিনটিতে বহুজনকেই একে অপরের প্রেমে পড়তে দেখা যায়। তবে এহেন দিনেই আদিবাসীদের কাছে লাঠি তাড়া খেতে হল যুগলদের।
সরস্বতী পুজোর দুপুরে ঘটনাটি ঘটে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার বোনের পুকুরডাঙায়। বোনের পুকুরডাঙা হল আদিবাসী অধ্যুষিত একটি এলাকা। এখানকার আদিবাসীরা দীর্ঘদিন ধরেই তাদের পার্শ্ববর্তী জঙ্গলে নানা ধরনের অসামাজিক কাজকর্মের অভিযোগ তুলছেন। এমনকি তাদের অভিযোগ রয়েছে মাটি ও গাছ কেটে পরিবেশ নষ্ট করার। এই এলাকাতেই সরস্বতী পুজোর দিন উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
স্থানীয় আদিবাসীদের অভিযোগ, তাদের এই এলাকার খোয়াই সংলগ্ন আদিবাসী এলাকা। দীর্ঘদিন ধরে এখানে আগত মানুষরা তাদের উপর অত্যাচার চালাচ্ছেন। এখানে যে কারও বাড়িতে ঢুকে যাচ্ছেন। মহিলারা যেখানে স্নান করেন সেখানে অশালীন ছবি তোলা হয়। এখানকার শালবনে মাদকদ্রব্য ব্যবহার হয়। এখানে ছেলেমেয়েরা এসে নোংরামি করছেন।
আদিবাসী এলাকার বাসিন্দা রাম সরেন জানিয়েছেন, "আমরা আজকে বাধ্য হয়ে লাঠিসোটা নিয়ে বেরিয়ে এসেছি। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বনবিভাগ যদি সঠিকভাবে পদক্ষেপ করে তাহলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারব।"
advertisement
এদিন বিভিন্ন জায়গা থেকে যে সকল যুগলরা বোনের পুকুর ডাঙার শালবনে এসেছিলেন নিভৃতে সময় কাটাতে, তাদের বিরুদ্ধেই এমন নানান অভিযোগ তোলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তরফ থেকে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন তাদের লাঠি হাতে এলাকায় ছাড়তে বলা হয়। যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : জঙ্গলে ঢুকে 'গোপন' কাজ করছিল যুগল! হঠাৎ লাঠি হাতে তেড়ে এল 'তারা'... তারপরেই সেই ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement