Birbhum News: অভিযোগকারীকেই জেল হেফাজত, জরিমানা! এমন কী ঘটল, জানলে অবাক হবেন

Last Updated:

Birbhum News: ওই ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করায় তাঁর ছ'মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডেরও রায় দেন বিচারক।

পকসো আইনের অপব্যাবহার - অভিযোগকারীকেই জেল হেপাজতের নির্দেশ বীরভ্যুম জেলা আদালতের
পকসো আইনের অপব্যাবহার - অভিযোগকারীকেই জেল হেপাজতের নির্দেশ বীরভ্যুম জেলা আদালতের
সিউড়ি: বীরভুম পকসো আদালতের ঘটনা । ২০২২ সালে জমি সংক্রান্ত গণ্ডগোলের জেরে দুবরাজপুর এলাকার ৮৫ বছরের এক বৃদ্ধকে অভিযোগের ভিত্তিতে পকসো আইনে গ্রেফতার করে পুলিশ । সেই মামলার রায় দিল বীরভূম পসকো আদালত। মিথ্যা মামলা দায়ের করার কারণে মামলাকারীকেই ছ’মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ির বিশেষ পকসো আদালত।
অভিযুক্তের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানান, “২০২২ সালে দুবরাজপুর থানায় ব্যোমকেশ চক্রবর্তী নামে এক ৮৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি । ওই ব্যক্তির অভিযোগ ছিল,  ওই বৃদ্ধ তাঁর নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই সিউড়ির বিশেষ পকসো আদালতে এই মামলাটি চলছিল। মামলা চলাকালীন ২০২২ সালের ৩১ জুলাই থেকে ওই বৃদ্ধ সিউড়ি জেলা সংশোধনাগারেই ছিলেন। সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে বিচারক আসামী ব্যোমকেশ চক্রবর্তীকে বেকসুর খালাস  করেন।
advertisement
advertisement
একইসঙ্গে ওই ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করায় তাঁর ছ’মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডেরও রায় দেন বিচারক। এর পাশাপাশি মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য ক্ষতিপুরনের নির্দেশ দিয়েছে আদালত। অনাদায়ে আরও এক মাস জেল হেফাজতের নির্দেশ।
advertisement
সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন , “২০২২ সালে দুবরাজপুর থানায় ব্যোমকেশ চক্রবর্তী নামে এক ৮৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে পকসো মামলায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল , ওই বৃদ্ধ তাঁর নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছে । এরপর থেকে সিউড়ির বিশেষ পকসো আদালতে এই মামলাটি চলছিল । মামলা চলাকালীন ২০২২ সালের ৩১ জুলাই থেকে ওই বৃদ্ধ সিউড়ি জেলা সংশোধনাগারেই ছিলেন । সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিচার করে বিচারক আসামী ব্যোমকেশ চক্রবর্তীকে বেকসুর খালাস করেন । এই ঘটনার পরিপেক্ষিতে আগামীদিনে সকলে এমন মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকবে।”
advertisement
সুপ্রতিম দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: অভিযোগকারীকেই জেল হেফাজত, জরিমানা! এমন কী ঘটল, জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement