Birbhum News | Siuri-Sealdah Memu Express : সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের ভাড়া কত? নতুন কী কী সুবিধা পাবেন যাত্রীরা? জেনে নিন
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News | Siuri-Sealdah Memu Express: সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসে এসি, রিজার্ভেশন, টয়লেট ইত্যাদি আছে কিনা? পাশাপাশি অনেকেই জানতে ইচ্ছুক এই ট্রেনের ভাড়া কত? রইল বিস্তারিত তথ্য
#বীরভূম : দীর্ঘদিন ধরেই বীরভূমের সিউড়ি রেল স্টেশন থেকে সকালে হাওড়া অথবা শিয়ালদহর জন্য একটি নতুন ট্রেনের দাবি ছিল। এই দাবি দাওয়া কয়েক দশক ধরে চলে আসছে। অবশেষে এই দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে গত রবিবার সিউড়ি শিয়ালদহ এবং শিয়ালদহ সিউড়ি একটি নতুন মেমু এক্সপ্রেস দেওয়া হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করেন। অন্যদিকে এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়ি রেল স্টেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পূর্ব রেলের ডিআরএম পরমানন্দ শর্মা, জাতীয় লাইব্রেরির এডভাইসরি সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
রবিবার দুপুর বেলা এই ট্রেনটি উদ্বোধন হওয়ার পর সোমবার থেকে নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করেছে ট্রেনটি। প্রতিদিন ০৩১৮০ সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে সকাল ৫:২০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৫৭ মিনিটে। অন্যদিকে ০৩১৭৯ শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতিদিন বিকাল ৫:২৫ মিনিটে ছাড়বে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত্রি ১০:১৫ মিনিটে। এই ট্রেনটি সিউড়ি এবং শিয়ালদহ ছাড়াও যেসকল স্টেশনে স্টপেজ দিচ্ছে সেগুলি হল দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি।
advertisement
এই ট্রেনটি চালু হওয়া নিয়ে যেমন সিউড়ির বাসিন্দাদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায় তার থেকেও কৌতূহল এই ট্রেনে কি কি রয়েছে এবং ভাড়া কত তা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেনটি নিয়ে যে সকল ছবি আপলোড হয়েছে সেখানে অনেকেই জানতে ইচ্ছুক এসি, রিজার্ভেশন, টয়লেট ইত্যাদি আছে কিনা? পাশাপাশি অনেকেই জানতে ইচ্ছুক এই ট্রেনের ভাড়া কত?
advertisement
advertisement
এই ট্রেনটিতে আপাতত রিজার্ভেশন এবং এসি কামরার ব্যবস্থা নেই। তবে রয়েছে মহিলাদের জন্য আলাদা করে দুটি কামরা। এছাড়াও রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য একটি কামরা এবং ভেন্ডারদের জন্য আলাদা কামরা। ট্রেনটিতে অবশ্যই টয়লেট রয়েছে। সিউড়ি থেকে শিয়ালদহ এবং শিয়ালদহ থেকে সিউড়ি এই ট্রেনের ভাড়া যাত্রী পিছু ৯৫ টাকা। অন্যদিকে সিউড়ি থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে সিউড়ি ভাড়া পড়বে যাত্রী পিছু ৩৫ টাকা।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
August 02, 2022 4:25 PM IST