Birbhum news: বীরভূমে বিনামূল্যে রেশন বিতরণ করে নিজের জন্মদিন পালন করলে নীতা আম্বানি
- Reported by:SOUVIK ROY
- hyperlocal
Last Updated:
বিনামূল্যে রেশন দিয়ে নীতা আম্বানির জন্মদিন পালন দেশজুড়ে, ভারতবর্ষে মোট ১৫৯৬০ জন মানুষকে রেশন দেওয়া হয়, রেশন পেয়ে খুশি আদিবাসী পরিবারের মানুষ।
বীরভূম: দুঃস্থ এবং দরিদ্রদের মধ্যে রেশন বিতরণ নিজের জন্মদিন পালন করলেন নীতা আম্বানি। নিজের নানান কাজকর্মে ব্যস্ত থাকার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করতেও দেখা যায় তাঁকে৷ বুধবার অর্থাৎ, ১ নভেম্বর ছিল নিতা আম্বানির জন্মদিন৷ আর ওই দিন তিনি বাংলার মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি নানান সমাজসেবামূলক কর্মসূচি পালন করলেন।
নীতা আম্বানি তাঁর রিলায়েন্স ফাউন্ডেশনের হাত ধরে এই সমস্ত সামাজিক কর্মসূচি পালন করছেন বলে জানা গিয়েছে। এদিন বীরভূমের মল্লারপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই রেশন বিতরণ কর্মসূচি পালিত হয়। মল্লারপুর এলাকার প্রায় ৭০০ জন আদিবাসী পরিবারের হাতে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এইভাবে খাদ্য সামগ্রী পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আদিবাসী পরিবারের মানুষজন।
advertisement
আরও পড়ুন: মদের বোতলের গায়েও এবার ‘QR Code’! মদের বিক্রি নিয়ে বিরাট পদক্ষেপ আবগারি দফতরের
খাদ্য সামগ্রীতে দেওয়া হয় চাল, ডাল, তেল, লবণ, সহ বিভিন্ন ধরনের রান্নার মশলা। আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৭০০ পরিবারের হাতে এমন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মল্লারপুর হাসপাতালে ভর্তি থাকার রোগী এবং মালঞ্চি গ্রামের ৪৫০ জন পরিবারের হাতে একই ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বীরভূমের পাশাপাশি রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গাতেও একই ধরনের সমাজ সেবামূলক কাজ করা হয় বুধবার বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
নীতা আম্বানির জন্মদিনে এই বছর প্রথম এমন উদ্যোগ নেওয়া হল তা নয়। রিলায়েন্স ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার বিজয় সাহা জানিয়েছেন, রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার নীতা আম্বানি প্রতিবছর তাঁর জন্মদিনে এই ভাবেই সমাজের দুঃস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এমন নানান সামাজিক কাজ করে থাকেন। বীরভূমে মোট ৭০০ জন, গোটা পশ্চিমবঙ্গে ১৪০০, এবং সারা ভারতবর্ষে ১৫ হাজার ৯৬০ জন মানুষকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যার মধ্যে মোট ১১ টি রাজ্য এবং ২৫ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও সেই একই কাজ করা হল।
advertisement
সৌভিক রায়
Location :
West Bengal
First Published :
November 02, 2023 3:05 PM IST