Satabdi Roy: অনুব্রতহীন দুর্গে কড়া হুঁশিয়ারি! দলীয় কোন্দল রুখতে বার্তা সাংসদ শতাব্দীর
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Satabdi Roy:'দুটো তিনিটে লোককে নিয়ে গ্রুপ তৈরি করে করলেও এঁদের সমান হতে পারবেন না, কারণ আমার সমর্থন এঁদের দিকেই থাকবে' - দুবরাজপুরের কোর কমিটির বৈঠকে গিয়ে এমনই বার্তা সাংসদ শতাব্দী রায়ের।
বীরভূম: ‘দুটো তিনিটে লোককে নিয়ে গ্রুপ তৈরি করে করলেও এঁদের সমান হতে পারবেন না, কারণ আমার সমর্থন এঁদের দিকেই থাকবে’ – দুবরাজপুরের কোর কমিটির বৈঠকে গিয়ে এমনই বার্তা সাংসদ শতাব্দী রায়ের। সেলিব্রিটি সাংসদের এই বার্তা পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেকে মনে করছেন দলীয় কোন্দল রুখতেই শতাব্দী এহেন বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে।
কিছুদিন আগে জেলার কোর কমিটির বৈঠকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে পদ থেকে সরানো হয়। ওই ব্লক পরিচালনার জন্য একটি ১৫ জনের কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে নিয়েই শুক্রবার বৈঠক করেন শতাব্দী রায়।
advertisement
advertisement
আরও পড়ুন: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল… বীভৎস!
যদিও সেখানে প্রাক্তন ব্লক সভাপতিকে দেখা যায়নি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় বলেন, ‘এখানে কোর কমিটিতে ১৫ জন কিন্তু একসঙ্গে আছে। এখন দু -একজন যদি মনে করে যে দু তিনজন লোক নিয়ে আলাদা গ্রুপ তৈরি করবেন তাহলেও এদের সমান হতে পারবেন না। আমার সমর্থনও এদের সঙ্গে থাকবে। তাই বুদ্ধিমান হলে এই স্রোতেই ভাসবেন। উল্টো স্রোতে যাওয়ার চেষ্টা করবেন না।’
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2023 6:43 PM IST









