Birbhum News: 'এই' কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষ! চিন্তার ভাঁজ চাষিদের কপালে

Last Updated:

গত কয়েক দিনের অব্যাহত ঘন কুয়াশার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বীরভূম জেলার আলু চাষিরা। কখনও ঠান্ডা আবার কখনও হালকা গরমে আলু গাছের ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন তারা।

+
এই

'এই' কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষ! চিন্তার ভাঁজ চাষিদের কপালে

বীরভূম: কৃষি প্রধান এলাকা বীরভূম। এই জেলার অধিকাংশ মানুষজন জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করেই। ধানসহ বিভিন্ন শাকসবজি ও আলুর চাষ করে লাভের মুখ দেখেন বীরভূম জেলার চাষিরা। সেইমতো এইবছর আলু চাষ করেছে বীরভূম জেলার বিভিন্ন ব্লকের আলু চাষিরা।
গত কয়েক দিনের অব্যাহত ঘন কুয়াশার কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বীরভূম জেলার আলু চাষিরা। কখনও ঠান্ডা আবার কখনও হালকা গরমে আলু গাছের ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন তারা। পাশাপাশি বেশকিছুদিন ধরেই সকালে প্রচুর কুয়াশা হচ্ছে তাতে আলু গাছে ধসা লেগে আলু গাছের ক্ষতি হচ্ছে  এবং  ফলনও কম হচ্ছে ‌বলে মনে করছেন চাষিরা।
advertisement
advertisement
তবে বোলপুর কৃষি দপ্তরের আধিকারিকরা চাষিদের জানিয়েছেন উদ্বিগ্ন না হয়ে প্রতিনিয়ত আলু গাছ যাতে ভালোভাবে পরিচর্যা করা হয় তার দিকে নজর রাখতে পাশাপাশি তারা এই বিষয়ে পরামর্শও দিচ্ছেন। যদিও এই সময় অনেক চাষি মাঠ থেকে আলু তুলে প্যাকটে ভরে বাজার জাত করছেন কিন্তু যারা এখনও জমি থেকে আলু তোলেননি তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে কৃষি দপ্তরের তরফে।
advertisement
আলু চাষিরা বলে ,“কুয়াশার কারণে ধসা লাগছে গাছে,ফলে ফলন কম তো হবেই। এদিকে সার, কীটনাশকের আকাশছোঁয়া দাম এই দাম বাড়ার ফলে আলু চাষ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কারণ আলুর দাম খুব কম রয়েছে এখন‌। ভালো আলু ২০০-২৩০ টাকা প্যাকেট। চাষ করতে যে খরচ হয়েছে তাতে লাভের লাভ কিছুই হয়নি। সরকার আমাদের সাহায্য করলে একটু উপকৃত হতাম।”
advertisement
অন্যদিকে বোলপুর মহকুমা কৃষি আধিকারিক চন্দ্রশেখর সাহা জানান, “কুয়াশার জন্য আগাম আতঙ্কিত হয়ে আলু গাছের উপর কীটনাশক ব্যবহার করা হলে হিতে বিপরীত ঘটতে পারে তাই এমনটা করা নিষেধ করা হচ্ছে। তবে কুয়াশা নিয়ে আতঙ্কের কোন কারণ নেই আলু চাষিদের।”
Soutik Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: 'এই' কারণে ক্ষতিগ্রস্ত আলু চাষ! চিন্তার ভাঁজ চাষিদের কপালে
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement