বীরভূম: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি টোটোতে লাগিয়েছিলেন, ক্যাপশন দিয়েছিলেন বেঙ্গল টাইগার। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ায় হতাশ বোলপুরের টোটো চালক সুকেশ চক্রবর্তী।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা চলাকালীন একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই ২০০২ সালে 'দ্য বেঙ্গালুরু প্রিন্সিপল অফ জুডিশিয়াল কন্ডাক্ট' অনুযায়ী নিয়োগ দুর্নীতি মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরই ভেঙে পড়েছেন চাকরী প্রার্থীরা ৷ ভেঙে পড়েছেন অনেক সাধারণ মানুষ।
বোলপুরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বানিয়ে টোটোর পিছনে লাগিয়ে ঘুরে বেড়াতেন সুকেশ ঠাকুর৷ বোলপুরের বাসিন্দা, পেশায় টোটো চালক সুকেশও এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভেঙে পড়েছেন৷ তাঁর টোটোর পোস্টারে লেখা আছে, \"বেঙ্গল টাইগার অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনি কত যোগ্য চাকরি প্রার্থীর মা-বাবার মুখে হাসি ফুটিয়েছেন। তাঁদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে চিরদিনই।'' কিন্তু এখন তাশার ছাপ সুকেশের মুখে।
Subhadip Pal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।