Birbhum News : সেলোটেপ জড়ানো চিকিৎসকের মৃতদেহ! খুনের ঘটনায় পুলিশের জালে পাঁচ
- Published by:Ankita Tripathi
Last Updated:
গত ২৪ এপ্রিল মদনলাল চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয় । তার মৃত দেহের মুখে হাতে পায়ে জড়ানো ছিলো সেলোটেপ ।
বীরভূম: বীরভূমের নলহাটির চিকিৎসক খুনের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ । গত ২৪ এপ্রিল মদনলাল চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয় । তার মৃত দেহের মুখে হাতে পায়ে জড়ানো ছিল সেলোটেপ । ওই খুনের ঘটনায় প্রাথমিক অবস্থায় কোনও সূত্র ছিল না বলেই দাবি পুলিশের।
এই খুনের তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চারটি টিম গঠন করা হয়। গতকাল সন্ধ্যের পর থেকে আজ দুপুর পর্যন্ত একে একে গ্রেপ্তার করা হয় ৫ জনকে । আগামীকাল ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হবে । নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ।
advertisement
advertisement
ধৃতদের মধ্যে চারজনের বাড়ি নলহাটিতে এবং একজনের বাড়ি সাঁইথিয়া । ধৃতদের নাম অভিষেক সালুই , তারক কর্মকার , গোড়া খান ও রাজেশ শেখ এই চারজনের বাড়ি নলহাটি এবং সুখেন কর্মকারের বাড়ি সাঁইথিয়ায় । অভিষেক সালুইয়ের সোনার দোকান রয়েছে ওই চিকিৎসকের বাড়ির নিচের তলায় । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান জমি সংক্রান্ত কারনেই খুন হন চিকিৎসক। পুলিশের অনুমান ২৩ তারিখ বিকেলে খুন করা হয় চিকিৎসককে ৷ যারা খুন করেছে তারা ধরা পড়েছে৷ এই ঘটনার পিছনে কার পরিরল্পনা ছিল, তা হেফাজতে নেওয়ার পরই জানা যাবে ।
advertisement
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানান , " গত ২৪ এপ্রিল মদনলাল চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয় । তার মৃত দেহের মুখে হাতে পায়ে জড়ানো ছিল সেলোটেপ এবং তার পরনের জামা কাপড় দিয়ে বাঁধা ছিলো তার হাত-পা । এই মৃতদেহ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করি ।’’ তদন্তের শুরুতে কোনও সূত্র ছিল না ৷ তারপরই যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেই জায়গাটি সিল করা হয় এবং সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে ।
advertisement
এরমধ্যেই বীরভূমের এডিসন্যাল এস পি হেড কোয়ার্টারের নেতৃত্বে চারটি টিম তৈরি করা হয় এবং বিভিন্ন কাজ তাদের ভাগ করে দেওয়া হয় । গতকাল সন্ধ্যের পর থেকে কিছু তথ্য পাওয়া যায়। তারপরই আমরা আজ দুপুরে একে একে ধৃতদের গ্রেপ্তার করি । আগামীকাল ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হবে । ওঁনার পরিবারের যারা আছেন তারা সবাই তদন্তে সাহায্য করেছেন ।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 6:04 PM IST