Shoot Out: ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ডে বীরভূম থেকে গ্রেফতার ১! পুলিশি তদন্তে বড় তথ্য ফাঁস

Last Updated:

Barrackpur Shoot Out: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা এবং শ্যুট আউটের ঘটনায় বীরভূম থেকে একজনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। শুক্রবার সকালে মুরারই স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে খবর।

ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ড
ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ড
বীরভূম: ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা এবং শ্যুট আউটের ঘটনায় বীরভূম থেকে একজনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। শুক্রবার সকালে মুরারই স্টেশন থেকে গ্রেফতার করা হয় বলে খবর। বীরভূম জেলা পুলিশের অন্দরের খবর, জামসেদ আনসারি নামে এক অভিযুক্তকে মুরারই স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ধৃত বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
বুধবার ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায় একটি সোনার দোকানে বুধবার সন্ধ্যায় অতর্কিতে হামলা চালায় এক দল ডাকাত। পুলিশ সূত্রে খবর, তিন থেকে চার জন দুষ্কৃতি ওই ডাকাত দলে ছিল। তারা দোকান থেকে সোনার গয়না হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
advertisement
বাধা পেয়ে গুলি চালায় তারা। গুলি লেগেছে তিন জনের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দোকানের মালিকের পুত্র নীলাদ্রি সিংহের। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত নেমে পুলিশ সূত্র মারফত জানতে পারে যে এক অভিযুক্ত মুরারই স্টেশনে আছে। এরপরেই এদিন সকালে ব্যারাকপুর পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে ধৃত মুরারইয়ে কেন ছিল, কোথাও যাচ্ছিল না এখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল। সেই নিয়ে কোনও স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Shoot Out: ব্যারাকপুর শ্যুট আউট কাণ্ডে বীরভূম থেকে গ্রেফতার ১! পুলিশি তদন্তে বড় তথ্য ফাঁস
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement