Birbhum News: ডাকাত ধরতে ছবি আঁকল পুলিশ

Last Updated:

সিউড়ির স্টেট ব্যাঙ্কে ডাকাতির ঘটনার কিনারা করার জন্য সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের ছবি আঁকল পুলিশ

বীরভূম: সিউড়ির ডাকাতির কিনারার জন্য কয়েকজন দুষ্কৃতীর স্কেচ আঁকাল পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি দেখে স্কেচ এঁকেছেন পুলিশের আর্টিস্ট। ডাকাতদের সন্ধানে এই ছবি পার্শ্ববর্তী রাজ্যগুলির পুলিশের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
দিন দশেক আগে সিউড়ির স্টেট ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক পদক্ষেপ করে জেলা পুলিশ। ঘটনার পরে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পাশাপাশি সদাইপুর, মহম্মদবাজার, দুবরাজপুরের দিকে যাওয়ার পথে জাতীয় সড়কের উপর থাকা সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করে। দ্রুত ঘটনার কিনারা করতে অতিরিক্ত পুলিস সুপার (হেডকোয়ার্টার)-এর নেতৃত্বে সাত সদস্যের সিট গঠন করা হয়। কিন্তু বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও দুষ্কৃতীদের সন্ধান না পেয়ে বিকল্প পথ অবলম্বন করার সিদ্ধান্ত নেন জেলা পুলিশের কর্তারা।
advertisement
advertisement
পুলিস আধিকারিকদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা ডাকাতি করে রাজ্যের সীমান্ত পেরিয়ে ঝাড়খণ্ড দিকে চম্পট দিয়েছে। ওই গ্যাংটিতে ওড়িশার বাসিন্দাও ছিল বলে পুলিশের অনুমান। যেভাবে মাত্র কয়েকমিনিটের মধ্যে সফল অপারেশন করে গ্যাংটি চম্পট দিয়েছে তাতে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গোটা গ্যাংটি যে এই ধরনের ঘটনায় বেশ দক্ষ তাও জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। পুরনো দুষ্কৃতী হলে এদের নাম আশেপাশের রাজ্যের পুলিশের খাতাতে থাকবে। সে ক্ষেত্রে তাদের ছবি দেখে শনাক্ত করা সহজ হবে। এই ভাবনা থেকেই আর্টিস্টকে দিয়ে তাদের ছবি আঁকানো হয়েছে।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ডাকাত ধরতে ছবি আঁকল পুলিশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement